মগরায় পুলিশের গাড়িতে বোমা হামলা ডাকাতদলের, গ্রেপ্তার ২
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৪
সুমন করাতি ও অভিষেক চৌধুরী: পুলিশের উপর বোমা হামলা দুষ্কৃতীদের। বিস্ফোরণে ভাঙল পুলিশের গাড়ির কাঁচ । কোনওক্রমে রক্ষা পেয়েছেন পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে হুগলির মগরায়। বুধবার গভীর রাতে বলাগড় থানার পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। বাহিনী দেখতে পেয়েই বোমা হামলা চালায় দুষ্কৃতীরা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
বুধবার রাতে কালনার একটি বাড়ি লুট করে ডাকাতদল। খবর পেয়েই তৎপর হয় পুলিশ। পথ আটকে শুরু হয় নাকা চেকিং। কোণঠাসা ডাকাতরা পালানোর জন্য বেছে নেয় বলাগড়ের রাস্তা। মাঝপথে বাধা পেয়ে দুষ্কৃতীরা গন্তব্য পাল্টে রওনা দেয় মগরার দিকে। তাতেও শেষরক্ষা হয়নি। মঝপথে সরাসরি পুলিশের সামনে পড়ে য়ায় তারা। থামতে বলা হলে বোমা ছুঁড়তে শুরু করে ডাকাতদল। বিস্ফোরণে ক্ষতিগ্রস্থ হয় পুলিশের গাড়ি। মওকা বুঝে পালানোর চেষ্টা করলেও শেষমেশ ধরা পড়ে যায় হামলাকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতী দলটি পূর্ব বর্ধমানের কালনার এক বাড়ি লুট করে পালাচ্ছিল। কালনা হয়ে হুগলির বলাগড়ের রাস্তা ধরে তারা। খবর পেয়েই ময়দানে নামে বলাগড় থানার পুলিশ। শুরু হয় নাকাচেকিং। পুলিশ দেখে দুষ্কৃতী দল কুন্তিঘাটের দিকে চলে যায়। মগরা থানার পুলিশ এই খবর পেয়ে ত্রিবেণী কালীতলা এলাকায় নাকাচেকিং শুরু করে।
ওই রাস্তায় পুলিশ রয়েছে। সেই কথা জানতে পেরে আরও বেপরোয়া হয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতীরা পুলিশের দিকে বোমা মারে। পুলিশের গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। গাড়িটির আরও বেশ কিছু ক্ষতি হয়। তবে কোনও পুলিশ বোমায় জখম হয়নি। তাড়া করে দুই জন দুষ্কৃতীকে পাকড়াও করে পুলিশ। দুটি বাইকও আটক করা হয়। একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন হুগলি জেলা গ্রামীণ পুলিশের সুপার কামনাশিস সেন। যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি (ক্রাইম) অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস। মগরা, বলাগড় ও পাণ্ডয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কালনার হিজুলি গ্রামের একটি বাড়িতে এই দুষ্কৃতী দল হানা দিয়েছিল।