চন্দননগরে শিশুমৃত্যুতে নয়া মোড়! ‘ডাকাতি করতে এসেই খুন’, দাবি বাবার
প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৪
সুমন করাতি, হুগলি: চন্দননগরে ফাঁকা বাড়িতে শিশুর রহস্য মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়। পরিবারের দাবি, ডাকাতি করতে এসেই শিশুকে শ্বাসরোধ করে খুন করেছে দুষ্কৃতীরা। আলমারি থেকে নগদ ও গয়নাও লুট করা হয়েছে। যদিও এ প্রসঙ্গে পুলিশের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন, “আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে। আলমারি খুলেছিল কিনা স্ত্রীকে জিজ্ঞেস করায় সে জানায়, আলমারি খোলেনি। লকারে ৪০ হাজার টাকা আর কিছু গয়না ছিল। ছেলে বাড়িতে টিভি দেখছিল। ওর মা-দিদি বাড়িতে ছিল না। সেই সময় কেউ বাড়িতে ঢোকে।” পুলিশে অভিযোগ জানাবেন বলে জানান শিশুর বাবা। তাঁর দাবি, প্রমাণ লোপাট করতেই তার ছেলেকে খুন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। কীভাবে মৃত্যু জানতে শিশুর দেহ ময়নাতদন্ত করা হবে।
চন্দননগর কুন্ডু ঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের নাম নিখিল বিশ্বাস। বয়স ৬ বছর। তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর। তিনি সকালে কাজে বেরিয়ে যান। দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে তার মা তনুশ্রীদেবী বাইরে গিয়েছিলেন বলে দাবি। বাড়ি ফিরে তিনি দেখেন, ছেলে কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। তখন আর তাকে ডাকেননি। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে, নিখিল নিস্তেজ হয়ে আছে। এর পর নবকুমারকে খবর দেওয়া হয়। বাড়ি ফিরে রাত আটটা নাগাদ ছেলেকে নিয়ে চন্দননগর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক জানিয়ে দেন শিশুর মৃত্যু হয়েছে। তবে পুলিশ সূত্রে দাবি, বাবা-মায়ের বক্তব্যে একাধিক অসঙ্গতি রয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে।