সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার মাস অতিক্রান্ত তবু অধরা বিচার। এবার ‘অভয়া’র সুবিচার চেয়ে ফেসবুকের দ্বারস্থ তাঁর বাবা-মা। খুললেন ফেসবুক পেজও। জুনিয়র ডাক্তারদের শুক্রবারের স্বাস্থ্যভবন অভিযানেও থাকবেন তাঁরা।
আর জি করে নির্যাতিতা মহিলা চিকিৎসকের বাবা-মা ফেসবুকে পেজ খুলেছেন। নাম রেখেছেন ‘ট্রুথ অ্যান্ড জাস্টিস: ভয়েস অফ আর জি কর ভিক্টিম’। পেজটির ভূমিকায় লিখেছেন, ‘আমার মেয়ের সুবিচার চাই। মেয়ের জন্য লড়াই করছি। সত্য এবং বিশ্বস্ততার জন্য লড়াই করছি। আমাদের সঙ্গে থাকুন যাতে আর কোনও পরিবার এভাবে ষন্ত্রণা না পায়।’ তাদের আহ্বান, ‘অবিচারের দুনিয়ায় আশার আলো জাগাতে চলুন একসঙ্গে লড়াই করুন।’