• ‘সময় নষ্ট করছেন কেন?’, ফের আদালতে ভর্ৎসিত পার্থ
    প্রতিদিন | ০৫ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: সুপ্রিম কোর্টের পর সিবিআইয়ের বিশেষ আদালতেও ভর্ৎসিত পার্থ চট্টোপাধ্যায়। প্রাথমিকে নিয়োগে দুর্নীতি মামলায় জামিনের আবেদনের প্রেক্ষিতে বিচারক বললেন, “জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা নির্ধারণের এক্তিয়ার আপনাকে কে দিল?” বিরক্তির সুরে তাঁর মন্তব্য, “কোর্টের সময় নষ্ট করছেন কেন?” 

    দীর্ঘদিন ধরে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একাধিক মামলা চলছে তাঁর। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালতে ছিল প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলার শুনানি। কথা চলছিল মামলা হস্তান্তরের। সেখানে পার্থর আইনজীবী বিচারককে বলেন, “মামলা হস্তান্তর করার আগে আপনি জামিনের আবেদন শুনুন, শুনানি করুন।” এই মন্তব্যেই রীতিমতো মেজাজ হারান বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, “জামিন সংক্রান্ত মামলার শুনানি কোন আদালতে হবে, তা নির্ধারণ করার এক্তিয়ার আপনাকে কে দিল?” তিনি আরও বলেন, “আদালতের সময় নষ্ট করছেন কেন?”  

    উল্লেখ্য, ২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়। তার পর বহুবার জামিনের আর্জি জানিয়েও লাভ হয়নি। এদিকে অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ দুর্নীতি মামলায় ধৃত একাধিক ব্যক্তি জামিন পেয়েছেন। বুধবার সুপ্রিম কোর্টে তাঁদের প্রসঙ্গ তুলে ধরেই জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহতগী। বলেন, “টাকা উদ্ধার হয়েছে যেখানে তার সঙ্গে পার্থর কোনও সম্পর্ক নেই। ওই ঠিকানার মালিকও তিনি নন। এদিকে অর্পিতা-কল্যাণময় জামিন পেয়েছেন। তাহলে পার্থ চট্টোপাধ্যায় কেন পাবেন না?”এর পরই কার্যত ভর্ৎসনা করেন বিচারপতি সূর্য কান্ত। তিনি বলেন, যাঁরা গ্রেপ্তার হয়েছেন ও জামিন পেয়েছেন তাঁরা কেউ মন্ত্রী ছিলেন না। পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী ছিলেন। আপনার দপ্তরে কী হচ্ছে, সেটা আপনার জানার কথা। এদিন ফের ভর্ৎসিত পার্থ।
  • Link to this news (প্রতিদিন)