• সিসি ক্যামেরা দেখে শনাক্ত! কলকাতায় সাত বছরের শিশুকে ‘যৌন নিগ্রহে’ ধৃত ঝাড়গ্রামের যুবক
    আনন্দবাজার | ০৫ ডিসেম্বর ২০২৪
  • উত্তর কলকাতার ফুটপাথে সাত মাসের শিশুকন্যাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। শনিবার দুপুরে বড়তলা থানা এলাকায় ওই শিশুকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ বার এই ঘটনার তদন্তে নেমে এক যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং স্থানীয়দের কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করে বুধবার রাতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

    লালবাজার সূত্রে আরও জানা গিয়েছে, ওই যুবকের বয়স ৩৪। তাঁর বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকায়।

    শনিবার সাত মাসের শিশুকন্যার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেছিলেন ফুটপাথ নিবাসী এক দম্পতি। কয়েক ঘণ্টার মধ্যে ফুটপাথ থেকে ওই শিশুকন্যাকে উদ্ধার করা হয়। তার যৌনাঙ্গে একাধিক ক্ষত ছিল। হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে বলে জানা যায়।

    পুলিশের মাধ্যমে খবর পেয়ে তড়িঘড়ি ছুটে এসে মেয়েকে শনাক্ত করেন বাবা-মা। ফুটপাথের যেখানে শিশুটিকে পাওয়া যায়, সেখান থেকে মাত্র ১০০ মিটার দূরেই তাঁদের বাস। অভিযোগ দায়ের হওয়ার পরেই ভারতীয় ন্যায় সংহিতার ১৩৭(২), ৬৫(২) এবং শিশু সুরক্ষা আইন (পকসো)-এর ৬ নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। শুরু হয় তদন্ত।

  • Link to this news (আনন্দবাজার)