স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম সুব্রত দলাই। ভগবানপুর থানার বিভীষণপুর গ্রাম পঞ্চায়েতের রায়বাড় এলাকার একটি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি। অভিযোগ, স্কুলের ভিতরেই তৃতীয় শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানি করেছেন সুব্রত। মোবাইলে নাকি নগ্ন ভিডিয়ো দেখিয়েছে অন্য ছাত্রীদেরও! আজ, বৃহস্পতিবার সকালে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তাতে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও।
এদিকে যখন বিক্ষোভ চলছিল, তখন স্কুলেই ছিলেন অভিযুক্ত শিক্ষক। বিক্ষোভকারীদের দাবি, গ্রামবাসীদের হুমকি দেন তিনি। এরপর স্কুলের গেটে তালা ঝুলিয়ে ওই শিক্ষককে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভগবানপুর থানার পুলিস। শেষে অভিযুক্তকে আটকে করে নিয়ে যাওয়ার সময়ে তাঁকে রীতিমতো গণধোলাই দেন অভিভাবক ও গ্রামবাসীরা।
এর আগে, আলিপুরদুয়ারে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠেছিল। দেহ ভাসছিল পুকুরে! অভিযুক্তের উপর চড়াও হয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। গণধোলাইয়ের প্রাণ গিয়েছিল তাঁর।