• মায়ের মৃত্যুর ২ দিনের মাথায় শিশুকন্যার রহস্যমৃত্যু, ঘরে মিলল কাপড়ে মোড়া দেহ!
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৪
  • গোবিন্দ রায়: মায়ের মৃত্যুর ২ দিনের ব্যবধানে শিশুকন্যার রহস্যমৃত্যু। ঘরে কাপড়ে মোড়ানো অবস্থায় মিলল দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগরে। খুদের মামার বাড়ির দাবি, দুজনের মৃত্যুর নেপথ্যেই রয়েছে তার বাবা ও পরিবারের সদস্যরা। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

    জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের গোপালপুরের মাঝেরপাড়ার বাসিন্দা ওই খুদে। দুদিন আগে অর্থাৎ গত মঙ্গলবার বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর মা নাসিমা বিবির দেহ। সেই থেকেই বেপাত্তা ছিল ওই সদ্যোজাত শিশুটি। একাধিক জায়গায় খোঁজ নিয়েও কোনও লাভ হয়নি। এসবের মাঝেই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে উদ্ধার হল তার কাপড়ে মোড়া দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়ায় মাঝেরপাড়ায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য।

    কিন্তু কীভাবে ঘরে এল খুদের বস্তাবন্দি দেহ? মৃত নাসিমা বিবির বোনের দাবি, ২ দিন ধরেই শিশুটি নিখোঁজ ছিল। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যরাই খুন করেছে নাসিমা বিবি ও তাঁর সন্তানকে। কিন্তু কেন? কন্যা সন্তান হওয়ার কারণেই কি খুন? উঠছে প্রশ্ন। পুলিশের তরফে জানান হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি তদন্ত শুরু হয়েছে। দোষীরা শাস্তি পাবে।
  • Link to this news (প্রতিদিন)