স্থানীয় ও পুলিস সূত্রের খবর, উত্তর কোড়াকাঠি গ্রামের ওই ছাত্রী রায়বাঘিনী উচ্চমাধ্যমিক হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী। পড়াশোনার ব্যাপারে পরিবারের লোকজন বকাঝকা করেছিল। রাগে অভিমানে পরিবারের সদস্যদের নজর এড়িয়ে গলায় দড়ি দেয়। পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে স্কুল ছাত্রীর এমন মর্মান্তিক মৃত্যুর খবর উত্তর কোড়াকাঠি গ্রামে ও স্কুলে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।
প্রসঙ্গত, চলতি বছরে বাবার বকুনি ও মার খাওয়ার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় ১০ বছরের নাবালিকা। নাবালিকার বাবা হারান কাহার এর দাবি, সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ ১০ বছরের নাবালিকা মন্দিরা কাহার তাঁর কাছে বকা খায় এবং তিনি কয়েকটি চর ও মারে। তারপর থেকে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও পরিবারের তরফ থেকে ১লা অক্টোবর বিকেলে নিউটাউন থানায় জানানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর করে তদন্ত শুরু করে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ...
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭