• সিঁথির মোড়ের কাছে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ! মৃত এক শ্রমিক, গুরুতর জখম ১
    আনন্দবাজার | ০৬ ডিসেম্বর ২০২৪
  • সিঁথির মোড়ের কাছে বিটি রোডের ধারে তেলের ট্যাঙ্কারে আচমকা বিস্ফোরণ। এক জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও এক জন। তাঁকে আরজি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তেলের ট্যাঙ্কার আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণ ঘটেছে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং দমকল। কিন্তু কী ভাবে ওই তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আহতের অবস্থা আশঙ্কাজনক।

    পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সাগর। তাঁর সঙ্গেই তেলের ট্যাঙ্কারে কাজ করছিলেন শঙ্কর নামের এক জন। তিনি জখম অবস্থায় আরজি করে চিকিৎসাধীন।

    শুক্রবার সকালে সিঁথি থানা এলাকায় বিটি রোডের ধারে পুরনো একটি তেলের ট্যাঙ্কারে কাজ চলছিল। ওই ট্যাঙ্কারটি গ্যাস কাটার দিয়ে কেটে ফেলা হচ্ছিল। আচমকা প্রচণ্ড শব্দে চারদিক কেঁপে ওঠে। দু’জন শ্রমিক ট্যাঙ্কারে কাজ করছিলেন। তাঁরা গুরুতর জখম হন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

    ওই তেলের ট্যাঙ্কারের ভিতরে আগে থেকে তেল বা গ্যাসজাতীয় দাহ্য পদার্থ মজুত ছিল বলে মনে করা হচ্ছে। গ্যাস কাটারের সংস্পর্শে এসে তাতে বিস্ফোরণ ঘটেছে। যে দু’জন শ্রমিক ট্যাঙ্কার কাটার চেষ্টা করছিলেন, তাঁরা পর্যাপ্ত সাবধানতা অবলম্বন করেননি বলেও অভিযোগ উঠছে।

    স্থানীয়েরা জানিয়েছেন, সশব্দে বিস্ফোরণের পর দু’জন ট্যাঙ্কার থেকে ছিটকে পড়েন। সিঁথি থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাঁদের উদ্ধার করে। বিস্ফোরণের শব্দে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। সিঁথির মোড় জনবহুল এলাকা। সেখানে আচমকা এমন বিস্ফোরণে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। প্রশাসনের গাফিলতির দিকেও আঙুল তুলছেন অনেকে।

  • Link to this news (আনন্দবাজার)