• বক্সায় ব্যাঘ্র প্রকল্পে চলল বুলডোজার, বেআইনি দোকান-ধাবা গুঁড়িয়ে দিল বনদপ্তর
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৪
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: বক্সা ব্যাঘ্র প্রকল্পে বেআইনি নির্মাণের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠেছিল। এবার সেই নির্মাণ ভাঙতে কড়া ব্যবস্থা নিল বনদপ্তর। শুক্রবার সকাল থেকে বুলডোজার ব্যবহার হল ওই এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে থাকে। বনদপ্তরের আধিকারিকরাও এদিন এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। ঘটনায় সাময়িক উত্তেজনা দেখা যায়।

    আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পে সাধারণ মানুষজন ঘুরতে যান। পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণের জায়গা এই ব্যাঘ্র প্রকল্প। সেই এলাকার জমিতে বেআইনি নির্মাণ হয়ে চলেছে। বক্সা ব্যাঘ্র প্রকল্পের মধ্যে দিয়েই গিয়েছে ৩১ নম্বর জাতীয় সড়ক। দমনপুর ওভারব্রিজ থেকে নিমতি এলাকায় ওই বেআইনি নির্মাণ হয়েছে। দোকান, গাড়ির শোরুম, সার্ভিস সেন্টার, ধাবা, তৈরি হয়েছে। সব থেকে বড় কথা, ওই এলাকায় পাকা বাড়ি, ফ্যাক্টরিও তৈরি হয়ে গিয়েছে। কীভাবে এই বেআইনি নির্মাণ তৈরি হল? সেই প্রশ্ন উঠেছে।

    বনদপ্তরের অভিযোগ, তাদের জায়গায় বাড়ি, ঘর, ফ্যাক্টরি, দোকান তৈরি হয়েছিল। ল্যান্ডদপ্তরের সঙ্গে একত্রে সার্ভে করে বনদপ্তর। জমি দখলকারীদের সেখান থেকে সরে যেতে নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও কোনও কথা কানে তোলেনি দখলদাররা। শেষপর্যন্ত ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। বনদপ্তরের তরফ থেকে এদিন সকালে ওই জায়গায় যাওয়া হয়। বুলডোজার নিয়ে ভাঙার কাজ শুরু হয়। বিশাল সংখ্যায় পুলিশও উপস্থিত ছিল। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিএফডি ড: হরিকৃষ্ণণও উপস্থিত ছিলেন। ওই দোকানগুলিতে এলাকার ৩০-৪০ জন বাসিন্দা কাজ করতেন। তারা কাজ হারালেন।
  • Link to this news (প্রতিদিন)