• কর্মরত সিভিক ভলান্টিয়ারকে ধাক্কা ১৬ চাকার ট্রলারের! মর্মান্তিক মৃত্যু আলিপুরদুয়ারে
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৪
  • রাজ কুমার, আলিপুরদুয়ার: রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় পথ দুর্ঘটনায় মারা গেলেন এক সিভিক ভলান্টিয়ার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি এলাকায়। শুক্রবার সকালে জাতীয় সড়কের উপর কর্মরত ছিলেন বিশ্বজিৎ গোস্বামী নামের ওই সিভিক ভলান্টিয়ার। সেই সময় ১৬ চাকার একটি ট্রলার তাঁকে ধাক্কা মারে। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে শামুকতলা থানার সলসলাবাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছিলেন তিনি। সেই সময়ই অসম থেকে শিলিগুড়িগামী হরিয়ানার একটি ১৬ চাকার ট্রলার ওই রাস্তা ধরে আসছিল। বিশ্বজিৎ গোস্বামীকে গাড়িটি পিছন থেকে ধাক্কা মারে। সকাল সাড়ে নটা নাগাদ ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয়রা ছুটে আসে। ঘাতক গাড়িটিকে ধরা হয়। স্থানীয়রা রক্তাক্ত বিশ্বজিৎ গোস্বামীকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    পরে শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক ও সহ-চালককে গ্রেপ্তার করে। ঘাতক গাড়িটিকেও আটক করা হয়েছে। মৃত ওই সিভিক ভলান্টিয়ার এলাকারই বাসিন্দা। ঘটনায় এলাকায় শোকের ছায়া। দুর্ঘটনার পর আধঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
  • Link to this news (প্রতিদিন)