• কলকাতা থেকে কানপুর, সাধারণতন্ত্র দিবসের আগাম উদযাপনে জলপথে অভিযাত্রা এনসিসির
    প্রতিদিন | ০৬ ডিসেম্বর ২০২৪
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছরের সাধারণতন্ত্র দিবস এখনও মাস দেড়েক দূরে। তবে এরই মধ্যে উদযাপন শুরু করে দিয়েছেন দেশের এনসিসি ক্যাডেটরা। ‘ভারতীয় নদীয়া সংস্কৃতিয়ো কি জননী’ থিমে এই অভিযাত্রার সূচনা হয়েছিল ২১ অক্টোবর। যা শেষ হবে ২০ ডিসেম্বর। সব মিলিয়ে ১৬০০ কিমি পথ পেরনোর কথা। সারা দেশের ১৭টি ডিরেক্টরেট থেকে চারশোর বেশি এনসিসি ক্যাডেট এতে অংশ নিচ্ছেন। নদীর গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কৃষি, মাছ ধরা এবং জলবিদ্যুৎ উৎপাদনের গুরুত্ব তুলে ধরা এই অভিযাত্রার উদ্দেশ্য।

    পাশাপাশি ৩ ডিসেম্বর থেকে শুরু হয়েছে সমুদ্রপথেও এক অভিযাত্রা। দেড়শো এনসিসি ক্যাডেট এতে অংশ নিয়েছেন আগামী ৩ ডিসেম্বর মুম্বইয়ে। যা শেষ হবে ২০ ডিসেম্বর বিশাখাপত্তনমে।
  • Link to this news (প্রতিদিন)