• পশ্চিমি ঝঞ্ঝায় শীতে বাধা, আবার চড়বে পারদ, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণের আট জেলায়: আলিপুর
    আনন্দবাজার | ০৬ ডিসেম্বর ২০২৪
  • দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পশ্চিমি ঝঞ্ঝার কারণে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। সেই সঙ্গে দার্জিলিঙের কিছু অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, জানিয়েছে হাওয়া অফিস।

    শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিনে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। তার পরে আবার পারদ চড়বে। আগামী সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। দক্ষিণের বাকি অংশে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে।

    বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শনিবার থেকে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। এ ছাড়া, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে সকালের দিকে প্রতিটি জেলাতেই কুয়াশার কারণে সমস্যা হতে পারে, সতর্ক করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও আগামী তিন দিনে তাপমাত্রা কিছুটা কমে পরে আবার দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

    হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে সিকিম এবং সিকিম সংলগ্ন দার্জিলিঙের উঁচু পার্বত্য অঞ্চলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বরফ পড়তে পারে উত্তরের কিছু অংশে।

    দক্ষিণবঙ্গে শুক্রবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল বীরভূমের সিউড়িতে। সেখানে তাপমাত্রা নেমে গিয়েছিল ১২ ডিগ্রিতে। এ ছাড়া কল্যাণী এবং ঝাড়গ্রামে ১৩.৫, কৃষ্ণনগরে ১৩.২, শ্রীনিকেতনে ১৩, পানাগড়ে ১৪.১ এবং আসানসোলে ১৩.২ ডিগ্রি ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

  • Link to this news (আনন্দবাজার)