• ছানা ব্যবসায়ীকে নিয়ে নদীতে ইটবোঝাই লরি! নদিয়ায় দুর্ঘটনার এক দিন পর উদ্ধার দেহ
    আনন্দবাজার | ০৬ ডিসেম্বর ২০২৪
  • গঙ্গা পার হওয়ার জন্য ভেসেলে ওঠানো হচ্ছিল একটি ইটবোঝাই লরি। ঠিক তার সামনে দাঁড়িয়ে ছিলেন এক ছানা ব্যবসায়ী। ফেরিঘাটে ভেসেল থেকে জলে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ব্যবসায়ীর। ঘটনার পরের দিন উদ্ধার হল দেহ।

    পুলিশ সূত্রে খবর, মৃত ব্যবসায়ীর নাম কার্তিক ঘোষ (৫৬)। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে শান্তিপুরের নৃসিংহপুর ফেরিঘাটে। ওই সময়ে একটি ভেসেলে ইটবোঝাই লরি তোলা হচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় লরিটি পড়ে নদীর জলে। ছানা ব্যবসায়ী সাইকেল নিয়ে লরির সামনে ছিলেন। লরির ধাক্কায় তিনি জলে পড়ে যান। তাঁকে উদ্ধারের চেষ্টা হয়। কিন্তু তলিয়ে যান প্রৌঢ়।

    দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রানাঘাট থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। ডুবুরি নামিয়ে দীর্ঘ তল্লাশি চালিয়ে শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করা হয় ব্যবসায়ীর দেহ। অন্য দিকে, ফেরিঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয়দের একাংশ। বিজেপির অভিযোগ, প্রশাসনিক উদাসীনতায় এই দুর্ঘটনা হয়েছে। ফেরিঘাট কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিজেপি। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

    রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার বলেন, ‘‘আগামিদিনে ওই ফেরিঘাটে যাত্রীসুরক্ষা নিয়ে পদক্ষেপ করবে পুলিশ-প্রশাসন। ফেরিঘাটের মালিক পক্ষকে বিশেষ নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামিদিনে যাত্রীদের যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন হতে না হয়, সে দিকে নজর থাকবে প্রশাসনের।’’

  • Link to this news (আনন্দবাজার)