২৫ সেন্টিমিটার লম্বা গলব্লাডারে ল্যাপরোস্কোপির মাধ্যমে সফল অপারেশন হলো পুরুলিয়ায় । রোগীর পরিবার পরিজনেরা বলেন, পুরুলিয়ার মত জেলায় সম্পূর্ণ বিনা খরচে সরকারি হাসপাতালে সফল অপারেশন হয়েছে । চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের শল্য চিকিৎসক ডাঃ পবন মণ্ডল বলেন, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল । এরকম এরকম জটিল সমস্যা সাধারণত দেখা যায় না। তবুও পাঁচজন চিকিৎসক মিলে সমস্ত সাবধানতা অবলম্বন করে আড়াই ঘণ্টা সময়ের মধ্যে অপারেশন করে সফলতা এসেছে ।
এটা পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সাফল্য । একটা সময় জটিল অপারেশন হওয়ার থাকলেও রোগীকে ছুটতে হতো বাঁকুড়া, দুর্গাপুর, কলকাতা কিংবা ঝাড়খণ্ড, দক্ষিণ ভারতে । এবার একর পর এক জটিল থেকে জটিলতর অপারেশনের সাফল্য পেল পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল। সাধারণ মানুষকে এবার ভরসা যোগাচ্ছে এই হাসপাতাল ।