• সংঘাতে ইতি? উপাচার্য পদে মুখ্যমন্ত্রীর দেওয়া নামেই শিলমোহর রাজ্যপালের!
    ২৪ ঘন্টা | ০৭ ডিসেম্বর ২০২৪
  • শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সংঘাতে ইতি? মুখ্যমন্ত্রী দেওয়ার নামেই শিলমোহর! রাজ্য়ের ৬ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নাম অবশেষে চূড়ান্ত করে পাঠিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

    ৬ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য

    ---

    প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়- নির্মাল্য়নারায়ণ চক্রবর্তী

    বাঁকুড়া বিশ্ববিদ্য়ালয়-রূপকুমার বর্মন

    বর্ধমান বিশ্ববিদ্য়ালয়-শঙ্করকুমার নাথ

    কল্যাণী বিশ্ববিদ্যালয়-কল্লোল পাল

    রানি রাসমনি গ্রিন বিশ্ববিদ্যালয়-অমিয়কুমার পণ্ডা

    সিধু-কানহু বিশ্ববিদ্যালয়-পবিত্রকুমার চক্রবর্তী

     

    ঘটনাটি ঠিক কী? পদাধিকারে বলে তিনিই আচার্য। রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু তাই নয়, উপাচার্যের দায়িত্বও পালন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়গুলিতেও। স্রেফ রাজ্যের সঙ্গে সংঘাত নয়, মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্টেও।

    সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছেন রাজ্যপাল। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নির্দেশ, উপাচার্যদের নাম বাছাই করে তালিকা তৈরি করবে নির্দিষ্ট কমিটি। এরপর মুখ্যমন্ত্রী দফতর থেকে সেই তালিকা চূড়ান্ত করার জন্য রাজ্যপালের কাছে পাঠানো হবে। এখন রাজ্যপালের যদি কোনও নামে আপত্তি থাকে, সেক্ষেত্রে তিনি মুখ্য়মন্ত্রীকে জানাতে পারে। প্রয়োজনে বৈঠক করতে পারেন। সেই মতোই রাজভবনে ফাইল পাঠিয়ে দিয়েছিল রাজ্য়। ৮টি ফাইলে স্বাক্ষর করে দিলেন রাজ্যপাল।

  • Link to this news (২৪ ঘন্টা)