• উলুবেড়িয়ায় আবাসের নির্মীয়মাণ বাড়ির সিঁড়ি ভেঙে আহত শিশুর মৃত্যু, বাকিরা ভর্তি হাসপাতালে
    প্রতিদিন | ০৭ ডিসেম্বর ২০২৪
  • মণিরুল ইসলাম, উলুবেড়িয়া: বৃহস্পতিবার বিকেলে সরকারি প্রকল্পের বাড়ির নির্মীয়মান সিঁড়ি ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু হল বছর চারেকের জামিরুল শা নামের এক শিশুর। অবস্থা গুরুতর হওয়ায় সেই রাতেই তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। বৃহস্পতিবারই মৃত্যু হয় তার। ঘটনায় আহত ১ কিশোরী ও বাকি ২ শিশু উলুবেড়িয়া উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন।

    বৃহস্পতিবার বিকেলে উলুবেড়িয়া পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের বানীতলা শা পাড়ায় সরকারি প্রকল্পের একটি বাড়ির নির্মীয়মান সিঁড়ির একাংশ ভেঙে পড়েছিল। উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বেআইনিভাবে সিঁড়ি তৈরি করছিলেন তিনি। ঘটনার সময় সেই সিঁড়ির তলায় খেলা করছিল তিন শিশু-সহ এক কিশোরী। আহত হয় চারজন। স্থানীয়রা দ্রুত চারজনকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে জামিরুলের অবস্থার অবনতি হাওয়ায় তাকে কলকাতায় রেফার করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।

    ইতিমধ্যেই উলুবেড়িয়া পুরসভা কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। পুরসভার ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান তথা ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানিয়েছেন তদন্তের রিপোর্ট পাওয়ার পরই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পুরসভার ব্যবস্থা নেবে। তবে পরিবারের তরফে এখনও থানায় লিখিত অভিযোগ জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত করা হবে।
  • Link to this news (প্রতিদিন)