• রাজ্যজুড়ে আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানোর উদ্যোগ
    বর্তমান | ০৭ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: আয়ুর্বেদ চিকিৎসার গুরুত্ব দিন দিন বাড়ছে। রাজ্যের বিভিন্ন জেলায় আয়ূষ সেন্টার খুলে সরকার পরিষেবা দিচ্ছে। এবার রাজ্যজুড়ে আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। মঙ্গলবার কাটোয়া মহকুমা হাসপাতালে আয়ূষ ও হোমিও বিভাগ পরিদর্শন করে রাজ্যের স্বাস্থ্যদপ্তরের আয়ুর্বেদ ডিরেক্টর ডঃ দেবাশিস ঘোষ এখবর জানান।


    দেবাশিসবাবু বলেন, রাজ্যজুড়ে আয়ুর্বেদ চিকিৎসা করিয়ে মানুষ উপকৃত হচ্ছেন। বহু মানুষ আয়ুর্বেদ চিকিৎসায় নতুন করে ভরসা খুঁজছেন। কাটোয়া মহকুমা হাসপাতালে আয়ুষ ও হোমিওপ্যাথি বিভাগে রোগীদের ভিড় দেখলাম। রাজ্যে আয়ুষের সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। আয়ুর্বেদ শাস্ত্রে দিকপাল ছিলেন, এমন বিশিষ্ট ব্যক্তিদের জন্মস্থানে আয়ুর্বেদ মিউজিয়াম গড়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।


    স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, রাজ্যজুড়ে প্রতিটি জেলা ও মহকুমা হাসপাতালে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র ও হোমিওপ্যাথি বিভাগ রয়েছে। আয়ুষের সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়ানো হবে। গ্রামাঞ্চলে প্রাথমিক স্বাস্থকেন্দ্রেই আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্র গড়া হবে। সেখানে আয়ুর্বেদ চিকিৎসার ব্যবস্থা করা হবে।একবছর আগেই মডেল আয়ূষ আউটডোর পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। তাতে বহু গ্রামের মানুষও উপকৃত হচ্ছেন। এই পরিষেবা কেন্দ্রে রোগীদের বসার জায়গা, শৌচাগার, যোগপ্রশিক্ষণ কেন্দ্র থাকছে। পূর্ব বর্ধমানে  দু’টি আয়ূষের সুস্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবা চালু করা হয়। এর মধ্যে একটি কাটোয়া-১ ব্লকের সুদপুরে। অন্যটি রায়না-২ ব্লকের কাইতিতে রয়েছে। আয়ুষ সুস্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা আরও বাড়াতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। কাটোয়া মহকুমা হাসপাতালের আয়ুর্বেদ বিভাগের চিকিৎসক উজ্জ্বল ভট্টাচার্য বলেন, এখন আয়ুষ সেন্টারে রোগীদের ভালোই ভিড় বাড়ছে। জটিল রোগের ক্ষেত্রে আয়ুর্বেদ ভালোই সাড়া দেয়। বর্ধমান জেলার আয়ুর্বেদ চর্চায় নাম রয়েছে। 


    করোনা সঙ্কটের সময়ও আয়ুর্বেদের চিকিৎসায় অনেকে সুফল পেয়েছেন। তবে টিকা বা ওষুধের বিকল্প হিসেবে নয়, করোনার উপসর্গ প্রশমিত করতে ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে আয়ুর্বেদ কার্যকরী ছিল। এছাড়া, হজম সমস্যা, চুল পড়া, বাতের ব্যথা, আর্থরাইটিস সহ নানা রোগের চিকিৎসা করাতে রোগীরা কাটোয়া হাসপাতালের আয়ূষ বিভাগে ভিড় করছেন।
  • Link to this news (বর্তমান)