• যক্ষ্মার ওষুধ পর্যাপ্ত
    আনন্দবাজার | ০৭ ডিসেম্বর ২০২৪
  • যক্ষ্মার ওষুধ অপ্রতুল বলে যে খবর ছড়িয়েছে, তা ঠিক নয় বলে ন্যাশনাল টিউবারকিউলোসিস এলিমিনেশন প্রোগ্রামের (এনটিইপি) তরফে দাবি করা হল। ডিসেম্বরের প্রথম সপ্তাহের হিসাব অনুযায়ী, দু’মাসেরও বেশি সময়ের জন্য অত্যাবশ্যক যক্ষ্মারোধী সব ওষুধ মজুত আছে বলে তারা জানিয়েছে। সময় মতো ওষুধ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় বরাতও দেওয়া হয়েছে। যক্ষ্মা নির্মূলে ১০০ দিনের সচেতনতা প্রচারের সময়ে ৩৪৭টি জেলায় বিশেষ নজর দেওয়া হয়েছে। সচেতনতা বাড়ানো, পরীক্ষা ও পরীক্ষার যন্ত্রপাতির জোগান বাড়ানোর মাধ্যমে দ্রুত এবং বেশি সংখ্যক যক্ষ্মা রোগীকে চিহ্নিত করার কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচি চলাকালীন বিভিন্ন কেন্দ্রে ওষুধের বর্ধিত চাহিদা যাতে সহজেই মেটানো যায়, তার জন্যও পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে এনটিইপি।
  • Link to this news (আনন্দবাজার)