শহরের অ্যাপ ক্যাব চালকদের নিয়ে এতদিন নানান অভিযোগ ছিল যাত্রীদের। সেই কারণে ক্যাব চালকদের উপর নজরদারি চালাতে শুরু করেছে কলকাতা পুলিশ এবং রাজ্য পরিবহন দফতর। এবার সেই তালিকায় যুক্ত হল হলুদ ট্যাক্সিও। হলুদ ট্যাক্সিতে উঠতেই হেনস্থার মুখে পড়লেন গায়ক সৌমিত্র রায়।
সম্প্রতি নিজের সামাজিক মাধ্যমে একটি হলুদ ট্যাক্সির ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন, চালকের খারাপ ব্যবহারের। অভিযোগ, গত ৩ ডিসেম্বর বড়বাজার থেকে হলুদ ট্যাক্সি ভাড়া করেছিলেন গায়ক। তবে ট্যাক্সি কিছুদূর পৌঁছতেই তাঁকে গাড়ি থেকে নেমে জেতে বলা হয়। না নামতে চাইলে শুরু হয় বচসা। সৌমিত্রের আরও অভিযোগ, অবাঙালি ট্যাক্সি চালক তাঁকে উদ্দেশ করে বলে, ‘যা করার করে নিন। আমি যাবো না।’
তারপর সৌমিত্র কথা না বাড়িয়ে নেমে যান। দূরে দাঁড়িয়ে থাকা ট্রাফিক পুলিশকে সমস্ত কিছু জানাতেই আবার শুরু হয় বচসা। তিনি কেন গাড়ি থেকে নেমে পুলিশকে বিষয়টি জানালেন তা নিয়ে চলে বিতর্ক। যদিও ঘটনার প্রেক্ষিতে তিনি পুলিশে কোনও অভিযোগ জানাবেন না বলেই জানিয়েছেন।