• রপ্তানির নিষেধাজ্ঞার মধ্যেই কুলটিতে আলু পাচারের চেষ্টা, রুখল পুলিশ  
    প্রতিদিন | ০৭ ডিসেম্বর ২০২৪
  • শেখর চন্দ্র, আসানসোল: হাতেনাতে পাকড়াও। জাতীয় সড়কের উপর পুলিশ আলু বোঝাই গাড়ি ধরল। শনিবার সকালে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়কের ডুবুরডিহি চেকপোস্টের ঘটনা। পশুখাদ্যের চালানের আড়ালে সেই আলু পাচার করা হচ্ছিল বলে খবর।

    রাজ্যে আলুর মূল্যবৃদ্ধি মধ্যবিত্তের হেঁশেলে দুশ্চিন্তা বাড়িয়েছে। রাজ্যের তরফে টাস্ক ফোর্স বাজারে হানাও দিচ্ছে। তারপরেও আলুর দাম তেমন কমছে না। রাজ্যের আলু রপ্তানি না করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশ মেনে চলা হচ্ছে। এর মধ্যেই এই আলু বোঝাই ট্রাক ধরা পড়ল জাতীয় সড়কে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ নম্বর জাতীয় সড়কের উপর নাকাচেকিং চলছিল। দুটি ট্রাককে দেখে পুলিশ কর্মীদের সন্দেহ হয়। ডুবুরডিহি চেকপোস্টে গাড়িগুলিকে দাঁড় করানো হয়। চালকরা জানায়, পশুখাদ্য নিয়ে তারা ধানবাদ যাচ্ছে। কাগজপত্রও দেখায় তারা। কুলটি থানার পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ড তাতেও সন্দেহ হয়। এরপর দুটি গাড়িতেই শুরু হয় তল্লাশি অভিযান। তখনই পুলিশ কর্মীদের চোখ কপালে ওঠে। পশুখাদ্য কোথায়? বস্তায় বস্তায় আলু থরে থরে সাজানো। তার পরই ওই গাড়ি দুটি আটক করা হয়। গাড়ি বোঝাই আলুও বাজেয়াপ্ত করা হয়েছে।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভিনরাজ্যে আলু রপ্তানি বন্ধ। আলু যাতে পাচার না করা যায়, সীমান্ত এলাকাতে কড়া নজরদারি থাকছে। এদিন সকালে পাচারের সময় ওই বিপুল পরিমাণ আলু আটক করা হল। কয়েক দিন আগে বারাবনিতে এমন ভুয়ো চালানের আড়ালে আলু ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা হয়েছিল। সেই আলুও বাজেয়াপ্ত হয়।
  • Link to this news (প্রতিদিন)