• রাতের অন্ধকারে পুজোর মণ্ডপে আগুন লাগানোর অভিযোগ! শোরগোল অশোকনগরে
    এই সময় | ০৮ অক্টোবর ২০২২
  • পুজো মণ্ডপে রাতের অন্ধকারে দুষ্কৃতী হামলার অভিযোগে চাঞ্চল্য ছড়ায়৷ শুক্রবার ঘটনাটি ঘটেছে অশোকনগরের (Ashoknagar) আনন্দমঠ পল্লি এলাকায়৷ এক পুজো মণ্ডপ (Durga Puja Pandal) সহ পার্শ্ববর্তী বাড়িতে দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ৷ দমকলকে তৎক্ষণাৎ খবর দেওয়া হলেও, শনিবার দুপুর পর্যন্ত তাদের দেখা মেলেনি বলে অভিযোগ৷ স্থানীয়রাই জল দিয়ে আগুন নেভান৷ খবর দেওয়া হয় অশোকনগর থানায় (Ashoknagar Police Station)৷ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে খবর৷

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নেতাজি জনসভা সমিতি এলাকায় মহিলারা একটি পুজো করেন৷ রাতের অন্ধকারে কেউ বা কারা পুজো মণ্ডপ সহ পাশের বাড়ির বাইরে রাখা একটি মোটর বাইকে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। যাঁর বাড়িতে বাইকে আগুন ধরানো হয়েছে, তাঁরা তিন মাস হয়েছে এই এলাকায় এসেছে বলে জানা গিয়েছে৷ গভীর রাতে স্থানীয় এক বাসিন্দার নজরে আসে ঘটনাটি৷ তিনি চিৎকার করেন। চিৎকার শুনে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা৷ দ্রুত খবর দেওয়া হয় দমকলে৷ যদিও শনিবার দুপুর গড়িয়ে গেলেও এখনও দমকল আসেনি বলে অভিযোগ।

    স্থানীয় বাসিন্দারাই নিজেদের চেষ্টায় জল ঢেলে আগুন নেভান। তবে বাইকে আগুন লাগায় সেখান থেকে তেলের ট্যাংকিতে কোনওরকম ভাবে বিস্ফোরণ হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা প্রকাশ করছেন অশোকনগর আনন্দমঠ পল্লি এলাকার বাসিন্দারা। এই গোটা এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন এই ঘটনায়৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। কী কারণে এই আগুন লাগানো হল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

    এক স্থানীয় বাসিন্দা রোহন দাসের দাবি, ‘‘রাত দুটো নাগাদ গোটা পাড়ার লোক ঘুমচ্ছিল৷ হঠাৎ চিৎকার চেঁচামিচি শুনি৷ প্রথমে এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া আগুন দেখে বাড়িওয়ালা ডাকেন৷ আমাদেরও ডাকা হয়৷ এসে দেখি মণ্ডপে আগুন জ্বলছে৷ পাশের বাড়ির বাইকেও আগুন লাগিয়ে দেওয়া হয়৷ দমকলে খবর দেওয়া হয়৷ এখনও পর্যন্ত আসেনি৷ আমরা প্রত্যেকে বালতি করে জল এনে প্রথমে বাইকের আগুন নেভাই৷ তারপর প্যান্ডেলের আগুন নেভানো হয়৷’’ তাঁর আরও দাবি, ‘‘পুলিশ সকালে পাড়ারই একজনকে ধরে নিয়ে গিয়েছে৷ তবে আমরা এখনও জানি না সে দোষী নাকি৷ সেটা পুলিশ তদন্ত করে দেখবে৷ তবে কী কারণে আগুন লাগানো হয়, সেটা স্পষ্ট নয় আমাদের কাছে৷ আমরা চাইছে যেই দোষী হয়ে থাক, সে শাস্তি পাক৷’’
  • Link to this news (এই সময়)