• গভীর রাতে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা!
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৪
  • রমেন দাস: রাতের অন্ধকারে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা! শনিবার  দুই যুবক বোমা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপি নেত্রীর। অল্পের জন্য রক্ষা পান বৈশালি ও তাঁর ছেলে। থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তদন্তে পুলিশ।

    বৈশালী জানিয়েছেন, রাত পৌনে ১২টা নাগাদ তিনি বাড়ির বারান্দায় বসেছিলেন। সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি। আগুনের ঝলকানি দেখতে পান। প্রথমে কিছু বুঝতে না পারলেও তাঁর দাবি, পরে তিনি বুঝতে পারেন বাড়ি লক্ষ্য করেই বোমা মারা হয়েছে।

    কী কারণে হামলা? বিজেপি নেত্রী জানাচ্ছেন, তাঁর সঙ্গে কারও শত্রুতা নেই। কারা, কেনই বা এই হামলা চালাল তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তিনি। বৈশালী বলেন, “বড় দেওয়াল ও তারকাঁটায় আটকে গেল তাই। না থাকলে সোজা আমার জানলাতেই লাগত। আমি বারান্দায় বসেছিলাম। প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। হিন্দি সিনেমার দৃশ্যের মতো আগুনের ঝলকানি দেখতে পাই। কী কারণে এই হামলা বুঝতে পারছি না।” এছাড়াও আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি ও আমার ছেলে বিভিন্ন সময় গাড়িতে যাতায়াত করি। ওরা তো গাড়িতেও হামলা চালাতে পারত। তখন কী হত?” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)