অর্ণব আইচ: অক্টোবর মাসে বউবাজারের এক স্বর্ণ ব্যবসায়ী মুচিপাড়া থানায় সোনার গয়না চুরি যাওয়ার অভিযোগ জানান। ঘটনার তদন্তে নেমে সোনার কারিগর দিলীপ মোদককে কৃষ্ণনগর থেকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের থেকে ৪৪১ গ্রাম সোনা ও ৪৫ হাজার টাকা নগদ উদ্ধার করেছে তদন্তকারীরা। তাঁকে কলকাতায় আনা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিপুল কর্মকার নামের এক স্বর্ণ ব্যবসায়ী গয়না গড়তে নদিয়ার বাসিন্দা দিলীপকে সোনা দেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সোনা ফেরত দেননি তিনি। তাঁর সঙ্গে যোগাযোগও করা যাচ্ছিল না বলে অভিযোগ। এর পরই মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিপুল।
তদন্তে পুলিশ জানতে পারে অভিযুক্ত নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার বাসিন্দা। বিভিন্ন সূত্র ও মোবাইল ফোনের লোকেশন ধরে পুলিশ জানতে পারে অভিযুক্ত কৃষ্ণনগর বাস স্ট্যান্ডের কাছে সঙ্গীতা সিনেমা হলে যাবেন। সেই মোতাবেক কৃষ্ণনগর পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তদন্তকারীরা। সেখানেই অপেক্ষা করতে থাকেন তাঁরা। দিলীপ ঘটনাস্থলে আসতেই গ্রেপ্তার করা হয়।
ধৃতকে হাতে পেতেই জিজ্ঞাসাবাদ শুরু করেন আধিকারিকরা। তার পরই দিলীপের থেকে চুরি যাওয়া সোনা ও নগদ টাকা উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া মেনে সোনা মালিকের হাতে তুলে দেওয়া হবে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।