• কসবায় কাউন্সিলরের উপর হামলা: আবর্জনায় ভরা মাঠ খুঁড়তেই উদ্ধার আগ্নেয়াস্ত্র
    প্রতিদিন | ০৮ ডিসেম্বর ২০২৪
  • অর্ণব আইচ: কসবায় কাউন্সিলরের উপর হামলায় ব্য়বহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার। মাটিতে পুঁতে রাখা হয়েছিল বন্দুকটি। এই মামলায় ধৃত পিন্টুকে সঙ্গে নিয়ে শনিবার বন্ডেল গেট এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্রটি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত লক্ষ্মণকুমার শর্মা ওরফে পিন্টুকে একটানা জিজ্ঞাসাবাদ করা হয়। জেরার মুখে ভেঙে পড়ে অস্ত্র লুকিয়ে রাখার কথা জানিয়ে দেয়। সেই মতো গতকাল বিকেলে বন্ডেল গেটে ফাঁকা জমিতে তল্লাশি চালায় পুলিশ। আবর্জনা ভর্তি ওই মাঠের মাটি খুঁড়তেই মেলে নাইন এমএম পিস্তল, একটা ম্যাগাজিন এবং সঙ্গে ১২ রাউন্ড কার্তুজ। এই আগ্নেয়াস্ত্রটি থেকেই কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল।

    গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরয়নি। বরাতজোরে প্রাণে রক্ষা পান ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। এর মধ্যে হামলার অন্যতম মূল চক্রী-সহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্রে খবর, হামলার মাস্টারমাইন্ড গুলজার বিহার থেকে দুটি অস্ত্র এনে এই মহম্মদ আলির কাছে রাখতে দিয়েছিল। এর মধ্যে একটি 7MM ও একটি 9MM পিস্তল। ঘটনার দিন আলির গুলশন কলোনির বাড়ি থেকে অস্ত্রগুলি নিয়েই বাইকে করে সুশান্ত ঘোষের উপর হামলার জন্য বেরয়। কিন্তু মিশন ব্যর্থ হওয়ায় বাইক, অস্ত্র ফেলে পালায় তারা। পুলিশ দুটি আগ্নেয়াস্ত্র ও পরে বাইকটি উদ্ধার করে। এবার আরও আগ্নেয়াস্ত্র উদ্ধার হল।
  • Link to this news (প্রতিদিন)