বিরোধী দলনেতা শুভেন্দু বলেছেন, ‘‘বাংলাদেশে যে ভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, তাতে এখন রামমন্দির দেখতে যাওয়ার কর্মসূচি আমরা পিছিয়ে দিয়েছি। সঙ্গে চিন্ময় মহারাজের জামিনের শুনানি পিছিয়ে গিয়েছে। এমতাবস্থায় আমরা এখনই রামমন্দির দেখতে যাচ্ছি না।’’ চলতি বছর ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হয়েছিল। তার পরেই সেখানে যেতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কেরা। কিন্তু লোকসভা ভোট ঘোষণা হয়ে যাওয়ায় সে যাত্রায় আর রামমন্দির দেখতে যাওয়া হয়নি পদ্ম বিধায়কদের। আর এ বার বাংলাদেশে চলা হিন্দুদের উপর আক্রমণের ঘটনায় নিজেদের রামমন্দির যাওয়ার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হলেন তাঁরা।
বিজেপি পরিষদীয় দলের একটি সূত্র জানাচ্ছে, চিন্ময়কৃষ্ণের জামিনের উপর নজর রাখছেন বিরোধী দলনেতা। আপাতত অযোধ্যায় যাওয়া পিছিয়ে গেলেও আগামী বছরের শুরুতে রামলালার দর্শন করতে যেতে পারেন পদ্মবিধায়কেরা। আগামী ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় বাজেট অধিবেশনে এক দিনের বিরতি থাকবে। সেই বিরতিতেই শুভেন্দুর নেতৃত্বে বিজেপি বিধায়কেরা রামমন্দির দর্শনে যেতে পারেন। এমন পরিকল্পনা থাকলেও তা জানাতে নারাজ বিজেপি পরিষদীয় দল। আপাতত তাদের নজর বাংলাদেশের দিকে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ না-হলে লাগাতার কর্মসূচি নিতে চান তাঁরা। এ বিষয়ে বেশ কয়েক জন বিজেপি বিধায়ক বিরোধী দলনেতার কাছে নিজের নিজের এলাকায় কর্মসূচি করার অনুমতি চেয়েছেন। প্রসঙ্গত, ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যা গিয়ে রামলালা দর্শন করে এসেছেন। কিন্তু পরিষদীয় দল অযোধ্যায় গেলে আবারও তাদের সঙ্গে দর্শন করতে যেতে চান তিনিও।