• বিরোধী মুখের অভাব মিটবে? আরএসএস মুখপত্রে বঙ্গ বিজেপির কড়া সমালোচনা
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৪
  • রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বঙ্গ বিজেপিকে নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব তো বটেই, দীর্ঘকাল ধরে অসন্তুষ্ট আরএসএস। নির্বাচনী ময়দানে বার বার ব্যর্থ হওয়া গেরুয়া শিবিরের দুর্বল পারফরম্যান্সের কথা ছেড়ে দিলেও বাংলার মাটিতে সংগঠনের শিকড় সুদৃঢ় না হওয়া নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে নাগপুরের। এবার বঙ্গ বিজেপির কড়া সমালোচনা করে প্রতিবেদন প্রকাশিত হল আরএসএসের মুখপত্র ‘স্বস্তিকা’য়। প্রশ্ন তোলা হল ? ‘পশ্চিমবঙ্গে আদৌ কি মিটবে প্রকৃত বিরোধী মুখের অভাব?’

    গত কয়েকটি বিধানসভা, লোকসভা নির্বাচন এমনকী উপনির্বাচনেও গোহারা হার গেরুয়া শিবিরের সাংগঠনিক দুর্বলতার ছবিটা দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছে। সেই থেকেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার নেতৃত্বাধীন বঙ্গ বিজেপিকে মোটেই ভালো নজরে দেখছে না আরএসএস। সংঘ প্রধান মোহন ভাগবত এ রাজ্যে এসেও বার বার তৃণমূল স্তরে সংগঠনের দিকে জোর দেওয়ার কথা বলেছেন। জেপি নাড্ডা, অমিত শাহরাও দলের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে মমতার যোগ্য বিরোধী হিসেবে বঙ্গের পদ্ম ব্রিগেডকে গড়ে ওঠার বার্তা দিয়েছেন। কিন্তু কোনও দাওয়াইতেই বাংলার মাটিতে বিশেষ এগোতে পারেনি বিজেপি।

    চব্বিশের লোকসভা ভোটে আসন কমে যাওয়া, উপনির্বাচনে শূন্য পাওয়া গেরুয়া শিবিরকে প্রায় শাস্তিস্বরূপ এক কোটি সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই টার্গেট পূরণও হওয়া থেকে বহু দূরে। এখনও পর্যন্ত সংগ্রহ হয়েছে মোটে ২০ লক্ষ! এই পরিস্থিতিতে আরএসএস মুখপত্র ‘স্বস্তিকা’য় কড়া সমালোচনার মুখে বঙ্গের সংগঠন। গোটা দেশে দল মোদির মুখ সামনে রেখে লড়ছে, সাফল্য পাচ্ছে। আর বাংলার মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের পালটা কে? এই প্রশ্ন তোলা হয়েছে। বলা হয়েছে, প্রকৃত বিরোধী মুখের অভাবেই বঙ্গে মমতা এতদিন শাসন ক্ষমতায় রয়েছেন, নইলে ‘ঘটি উলটে যেত’ বলে মতপ্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। বিজেপির মতাদর্শ জনতার কাছে নিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে শুভেন্দু বা সুকান্তর কাছে, এমনই মনে করে আরএসএস। তাই ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে সেই সুযোগ যেন তাঁরা কাজে লাগান, তা বলা হয়েছে প্রতিবেদনে। আরএসএস মুখপত্রে এই প্রথম বঙ্গ বিজেপির এত কড়া সমালোচনা হল। 
  • Link to this news (প্রতিদিন)