দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুনের অভিযোগ। নিহত পঞ্চায়েত নেতার নাম নুর উদ্দিন হালদার। রবিবার রাতে পঞ্চায়েত সদস্যকে খুনের পর দুষ্কৃতীরা এলাকায় বোমাবাজি করে পালিয়ে যায়। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, কুলপির চুনফুলি মোড়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য নুর উদ্দিন নামাজ পড়তে যাচ্ছিলেন। সেই সময়ে দুষ্কৃতীরা তাঁর উপর চড়াও হয়। অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এর পর ওই এলাকায় শুরু হয় বোমাবাজি। তৃণমূল নেতাকে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আরও এক জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় এলাকা থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার প্রতিবাদে কুলপি থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন সংখ্যালঘু সেলের সভাপতি ও তাঁর অনুগামীরা। ঘটনার পর সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তদন্ত শুরু করা হয়েছে।’ নিহত পঞ্চায়েত সদস্যের বউমা বলেন, ‘আমার শ্বশুরমশাই নামাজ পড়তে গিয়েছিলেন। মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল। এরপর তাঁর ওই অবস্থা করেছে। কারা করেছে আমরা জানি না।’