ঘরে কাঁড়ি কাঁড়ি ফর্ম, ব্যাঙ্কের পাস বই, ট্যাব কাণ্ডে চোপড়া থেকে গ্রেপ্তার আরও এক শিক্ষক
এই সময় | ০৮ ডিসেম্বর ২০২৪
ট্যাব জালিয়াতির তদন্তে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে মাঝিয়ালি হাই স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃত শিক্ষকের নাম দরাজ আলি। ধৃতের বাড়ি চোপড়ার কাঁচাকালি এলাকায়। ওই স্কুলেরই প্রধান শিক্ষক মমতাজুল ইসলামের বাড়িতেও তল্লাশি চালানো হয়। প্রধান শিক্ষক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
ট্যাব জালিয়াতি চক্রের ‘আঁতুড়ঘর’ উত্তর দিনাজপুরের চোপড়া এবং তার আশপাশের এলাকা বলেই মনে করছেন তদন্তকারীরা। এর আগেও চোপড়া থেকে ট্যাব কেলেঙ্কারির তদন্তে একাধিক জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে উত্তর দিনাজপুরের চোপড়ায় কাঁচাকালি এলাকায় মাঝিয়ালি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমতাজুল ইসলাম ওরফে জুয়েলের ভাড়া বাড়িতে হানা দেয় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কয়েক ঘণ্টা তল্লাশি চলে। সেখানে গিয়ে মমতাজুলকে না পেলেও কিছু নথি বাজেয়াপ্ত করে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্ত প্রধান শিক্ষকের বাড়ি থেকে প্রচুর ট্যাবের ফর্ম, ব্যাঙ্কের পাস বই, একটি স্মার্ট ফোন ও একটি সিপিইউ উদ্ধার হয়েছে। ওই বাড়িতেই একটি দোকান ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে অনলাইনে বিভিন্ন কাজ করা হতো। ঘরটিকে সিল করে দিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ওই প্রধান শিক্ষক এবং ধৃত পার্শ্ব শিক্ষক দরাজ আলি মিলেই এই ট্যাব দুর্নীতির চক্র তৈরি করেছিল।
ইসলামপুর পুলিশ জেলার সুপার জবি থমাস বলেন, ‘ট্যাব ইস্যুতে কলকাতা পুলিশের একটি টিম চোপড়ায় এসেছিল।অভিযুক্তের সন্ধানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়। এক জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সবরকম সাহায্য করেছি।’