• অশান্ত বাংলাদেশ, সতর্কতা মালদহে, সন্দেহভাজন কাউকে দেখলেই খবর দেওয়ার পরামর্শ পুলিশের
    আজকাল | ০৮ ডিসেম্বর ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অশান্ত বাংলাদেশ। সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই খবর দিন। মালদা টাউন স্টেশনে এ ভাবেই প্রচার করছেন রেল পুলিশের আধিকারিকেরা। ওপার বাংলার অশান্তির সুযোগে কোনও অনুপ্রবেশকারী মালদা টাউন স্টেশন যাতে ব্যবহার করতে না পারেন তারই পদক্ষেপ। অনুপ্রবেশ রুখতে সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের নজরদারি আরও বাড়ানো হয়েছে।

    মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বিএসএফের টহলদারি চলছে। এরই পাশাপাশি মালদা রেল ডিভিশনের আরপিএফের পক্ষ থেকে মালদা টাউন স্টেশনে নিরাপত্তা বাড়ানো হয়েছে । নজর রাখা হচ্ছে যাত্রীদের গতিবিধির উপরেও। মালদা-মহদিপুর সীমান্ত থেকে মালদা টাউন স্টেশন ১৫ থেকে ২০ কিলোমিটার দূরে রয়েছে। মালদা টাউন স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আগরতলা, অসম, বিহার, ঝাড়খন্ড, দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি-সহ দেশের বহু জায়াগায় যেতে হলে এই স্টেশনের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই স্টেশন থেকে প্রতিদিন উত্তর দক্ষিণে প্রায় ১০০টি দূরপাল্লার ট্রেন চলাচল করে। বাংলাদেশের এই অস্থিরতার কারণে যাত্রীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। স্নিফার ডগ দিয়ে প্ল্যাটফর্মে এমন কি ট্রেনে উঠে নজরদারি চালানো হচ্ছে। যাত্রীদের সতর্ক করা হচ্ছে যাত্রাপথে কোনও রকম সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করলে ১৩৯ হেল্পলাইন নম্বরে ফোন করতে ।

    মালদহ রেল ডিভিশনের মালদা টাউন স্টেশনের আরপিএফ আধিকারিক ওম পাল বলেন, ''ইতিমধ্যেই স্টেশনগুলিতে নজরদারি বাড়ানোর জন্য নোটিশ এসেছে। বাংলাদেশে অশান্তির ফলে এখানও কোনও সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখা গেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা। গাড়িতে চলাচলের সময় কোন রকম সন্দেহজনক কিছু ঠেকলে ১৩৯ ফোন করে রেলকে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি, মালদা টাউন স্টেশনের প্ল্যাটফর্ম থেকে শুরু করে ট্রেনে উঠে সংরক্ষিত ও অসংরক্ষিত কামরায় আরপিএফ জওয়ানেরা, মাইকিং করে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। ইতিমধ্যেই স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। জওয়ানদের সংখ্যাও বাড়ানো হয়েছে। প্রতিদিন ৮ ঘন্টা ডিউটি করার পরিবর্তে ১২ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে।''
  • Link to this news (আজকাল)