• ডিসেম্বরে মুর্শিদাবাদজুড়ে পিকনিকের আমেজ, ডিজে বাজিয়ে চড়ুইভাতি, অতিষ্ঠ বাসিন্দারা
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ডিসেম্বর মাস পড়তেই বনভোজনে মেতেছেন মুর্শিদাবাদবাসী। রবিবার শীতের আমেজ গায়ে মেখে পিকনিকে মজে দিন কাটালেন অনেকেই। লালবাগের বেশ কিছু বাগানে বনভোজনের আয়োজন হয়েছিল। জলঙ্গি, লালগোলা ও ভগবানগোলার চরেও জমিয়ে পিকনিক করা হয়।


    বছরের শেষ মাসের প্রথম সপ্তাহে  চুটিয়ে আনন্দ উপভোগ করেছে আট থেকে আশি। দিনেরবেলায় যেমন পিকনিক হয়েছে, তেমনি রাতেও বহরমপুরের বিভিন্ন ফ্ল্যাটের ছাদে পিকনিকের আয়োজন হয়েছে। কান্দি, ফরাক্কা ও ডোমকলের বিভিন্ন জায়গায় গান বাজিয়ে বনভোজনে মেতে উঠেছেন অনেকে। তবে ডিজে, লাউডস্পিকারে তারস্বরে গান বাজানোয় অনেক জায়গায় মানুষ সমস্যায় পড়েছেন। রবিবার সকাল থেকে মাংসের দোকানেও ভিড় উপচে পড়ে।


    লালবাগের বাসিন্দা বাচ্চু মল্লিক বলেন, হাল্কা শীতেই পিকনিক করতে ভালো লাগে। ডিসেম্বরের প্রথম রবিবার বলে ছোট পিকনিকের আয়োজন করেছি। কারণ, এখন মাংসের দাম একটু কম। এখনও ট্যুরিস্ট স্পটে খুব বেশি ভিড় হয়নি। তাই আমবাগানে জায়গা পেতে সুবিধা হয়েছে। তবে সকালের দিকে মাংসের দোকানে লাইন দিতে হয়েছে।


    চালতিয়ার মাংস বিক্রেতা রুকবানুর শেখ বলেন, বহরমপুরের তুলনায় আমাদের এলাকায় মাংসের দাম কিছুটা কম। তাই পিকনিকের সময় আমাদের এখানে ভালো ভিড় হয়। খাসির মাংস বেশি নিলে ৭২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মুরগির মাংস গোটা ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শনিবার রাত থেকেই আমরা পিকনিকের মাংস ডেলিভারি দিচ্ছি। বহরমপুরের রানিবাগানের বাসিন্দা ঈশিতা মুখোপাধ্যায় বলেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভালোই শীত আছে। তাই ফ্ল্যাটের ছাদে বন্ধুবান্ধব ও আত্মীয় মিলিয়ে প্রায় ৩০জনকে নিয়ে পিকনিক করেছি। মাসের শুরুতে হাতে টাকাও থাকে। তাই পিকনিক করতে অসুবিধা হয় না। অনেকেই বছরের শেষ সপ্তাহে ঘুরতে যাবে। তাই আগেভাগে পিকনিক সেরে নিয়েছি।


    শীতের শুরু থেকেই পিকনিকের আয়োজন হওয়ায় ডিজে বক্স ভাড়া দিয়ে ভালো রোজগার হচ্ছে ডেকোরেটরদের। বহরমপুরের এক ডেকোরেটর ব্যবসায়ী বলেন, এখন তো পিকনিকে ভালো সাউন্ড সিস্টেমের চাহিদা থাকে। কেউ এক পেয়ার ডিজে বক্স ভাড়া নিচ্ছে। আবার কেউ ডাবল পেয়ার নিয়ে যাচ্ছে। দু’একটি নির্দিষ্ট কোম্পানির বক্সের প্রতি মানুষের ঝোঁক আছে। কারণ ওই কোম্পানির বক্সের আওয়াজ খুব ভালো। এমাসের চারটি রবিবারই পিকনিকের জন্য আমার তিন জোড়া ডিজে বক্স বুকিং হয়েছে। সাউন্ড সিস্টেমও ভাড়া নেবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)