• অন্য রাজ্যে পাঠানো বন্ধ হলেও দাম কমেনি আলুর
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আন্তঃ রাজ্য সীমান্তে পুলিস বিশেষ নজরদারি চালানোয় বাইরের রাজ্যে আলু পাঠানো বন্ধ হয়েছে। কিন্তু তা সত্ত্বেও কলকাতা ও শহরতলির বাজারে আলু এখনও অগ্নিমূল্য। অধিকাংশ বা‌জা঩রেই জ্যোতি আলু কেজি প্রতি ৩৫-৩৬ টাকা বা তার বেশি দামে বিক্রি হচ্ছে। চন্দ্রমুখী আলুর দাম কেজিতে ৪০-৪২ টাকা। কোনও কোনও বাজারে ৪৫ টাকাও নিচ্ছেন ব্যবসায়ীরা। আলু ব্যবসায়ীরা হিমঘর থেকে আলু বের করা বন্ধ করায় গত সপ্তাহে দাম আরও একটু বেড়েছিল। সরকার চাইছে, বর্তমান পরিস্থিতিতে খোলা বাজারে ৩০-৩২ টাকা কেজি দরে আলু বিক্রি হোক। কিন্তু সরকার চাইলেও বাস্তবে তা হয়নি। আলুর দাম যে এখনও চড়া, তা মেনে নিয়েছেন সরকারি টাস্ক ফোর্সের সদস্য কমল দে। রবিবার তিনি বলেন, নতুন আলু বাজারে এসে গেলে দাম কমে যাবে। বুধবারের পর উত্তরপ্রদেশের নতুন আলু কলকাতার পাইকারি বাজারে ঢুকতে শুরু করবে। এখন উত্তরপ্রদেশ থেকে নতুন আলু আসছে বটে, তবে তার পরিমাণ কম হওয়ায় দাম একটু চড়া। পাইকারি বাজারে উত্তরপ্রদেশের আলু বিক্রি হচ্ছে ৩২ টাকা কেজি দরে। খুচরো বাজারে তার দাম উঠছে ৪০ টাকা।


    আলু ব্যবসায়ীদের বক্তব্য, হিমঘর থেকে মাঝারি মানের জ্যোতি আলু ২৬-২৭ টাকা কেজি দরে বেরচ্ছে। ভালো মানের আলু ২৮ টাকার আশপাশে। কলকাতা ও শহরতলির খোলা বাজারে ওই আলুর দাম ৩৪ থেকে ৩৫ টাকা হওয়া উচিত। কিন্তু কোনও বাজারেই তা ৩৮ টাকার নীচে নেই।


    হিমঘরে এখনও সাড়ে ৫ লক্ষ টনের মতো আলু মজুত আছে বলে ব্যবসায়ীদের দাবি। বিহার, ওড়িশা, ঝাড়খণ্ডের যে আলু মূলত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আসে, তা মাঝারি মানের। ওই আলু কলকাতার বাজারে চলে না বলে ব্যবসায়ীদের দাবি। তবে বাইরে আলু পাঠানো বন্ধ হওয়ায় এখন হিমঘর থেকে আলু বের করা যাচ্ছে না। এই আলু ২৭ টাকা কেজি দরে কলকাতার বাজারে ছাড়ার প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে বলে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লালু মুখোপাধ্যায় জানিয়েছেন।
  • Link to this news (বর্তমান)