হাত-পা বাঁধা অবস্থায় পুড়ে মৃত্যু বৃদ্ধার, খুনের অভিযোগে গ্রেপ্তার পুত্রবধূ
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
সংবাদদাতা, হলদিয়া: সুতাহাটার হোড়াখালি গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুরে হাত পা বাঁধা এক অশীতিপর বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস ওই বৃদ্ধাকে উদ্ধারের পর হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই বৃদ্ধাকে পুড়িয়ে খুনের অভিযোগ উঠেছে। পুলিস জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম রাজুবালা দাস(৮৮)। শনিবার বিকেল নাগাদ ওই বৃদ্ধাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিস। রবিবার মৃত বৃদ্ধার দেহের ময়নাতদন্ত হয়েছে। ওই ঘটনায় বৃদ্ধার বউমার বিরুদ্ধে তার শাশুড়িকে পুড়িয়ে খুন করার অভিযোগ উঠেছে। বউমার সঙ্গে শাশুড়ির বনিবনা হতো না, পারিবারিক অশান্তি হতো বলে স্থানীয়দের অভিযোগ। তার জেরে এমন নৃশংস ঘটনা বলে অনুমান এলাকাবাসীর। সুতাহাটা থানার ওসি সৌমিত্র ঘোষ বলেন, এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিস বৃদ্ধার বউমা পুতুলরানি দাসকে গ্রেপ্তার করেছে। তাঁকে হলদিয়া মহকুমা আদালতে তোলা হলে চারদিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন বিচারক। পুলিস বউমাকে জিজ্ঞাসাবাদ করছে। এদিকে, ঘটনার আগেই বউমাও পুলিসের কাছে তার উপর শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করে বলে অভিযোগ করেছে। বৃদ্ধার নৃশংস মৃত্যুর ঘটনায় রহস্য তৈরি হয়েছে।
বৃদ্ধার মেয়ে প্রতিমা দাস অভিযোগ করেন, এদিন বিকেলে একা পেয়ে তাঁর মা›কে হাত পা বেঁধে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে খুন করা হয়েছে। ভাইয়ের স্ত্রী একাজ করেছে বলে তাঁর অভিযোগ। তিনি বলেন, এদিন সকালে আমার মা›কে বাড়ি পৌঁছে দিয়ে যাই। দুপুরে মা›কে রান্না করে খাইয়ে গিয়েছিলাম। ওইসময় আমার ভাইও ছিল বাড়িতে। দুপুরে খাওয়াদাওয়ার পর ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়। সেই সময়ে একা পেয়ে মা›কে পুড়িয়ে খুন করা হয়েছে। পরে খবর পেয়ে এসে মা›কে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করি। ঘটনার পরই গা ঢাকা দেয় ভ্রাতৃবধূ। রবিবার সকালে তাঁকে পুলিস গ্রেপ্তার করে।