• আবাসের বাড়ি বিক্রি, চার উপভোক্তার নামে এফআইআর বসিরহাট পুরসভার
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আবাস যোজনা প্রকল্পের বাড়ি নিয়ে দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল বসিরহাট পুরসভা। এই প্রকল্পের অর্থ নয়ছয় করার অভিযোগে চার উপভোক্তার বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ থানায় এফআইআর করল। সম্প্রতি নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবাস যোজনার বাড়ি তৈরি নিয়ে কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেন। তারপর নবান্ন থেকে রাজ্যের সব পুরসভা ও পঞ্চায়েতকে এনিয়ে দুর্নীতি প্রতিরোধে একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, আবাসের টাকা নিয়ে বাড়ি তৈরি না করলে পুরসভা ও পঞ্চায়েত যেন উপভোক্তার বিরুদ্ধে থানায় এফআইআর করে। সরকারি সেই নির্দেশের পরই বিভিন্ন পুরসভা আবাস যোজনায় দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে।


    উত্তর ২৪ পরগনার বসিরহাট পুর কর্তৃপক্ষ এক্ষেত্রে ‘বিড়াল মারিবে শাদির প্রথম রাতে’ নীতি নিয়েছে। ওই পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৮-১৯ অর্থবর্ষে শতাধিক উপভোক্তার নামে আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা বরাদ্দ হয়েছিল। তারপর কয়েকটি ওয়ার্ড থেকে বেশ কয়েকজন উপভোক্তার নামে ওই টাকা নিয়ে বাড়ি না করার অভিযোগ উঠতে থাকে। পুরসভার আধিকারিকরা সেই অভিযোগের তদন্তে নামেন। 


    তাতে দেখা যায়, পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ইমরান সর্দার,  ৯ নম্বর ওয়ার্ডের সফিকুল গাজি, ১৪ নম্বর ওয়ার্ডের অঞ্জনা সেন ও ১৮ নম্বর রবিন বিশ্বাস আবাস যোজনায় বাড়ি তৈরির টাকা নিয়ে নয়ছয় করেছেন। এরপরই পুর কর্তৃপক্ষ ওই উপভোক্তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার সিদ্ধান্ত নেয়। চেয়ারম্যন অদিতি মিত্র তাঁদের নামে বসিরহাট থানায় অভিযোগও করেছেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। 


    এনিয়ে অদিতি মিত্র বলেন, আমরা বিভিন্ন মাধ্যমে খবর পাই যে এই চারজন জমি সহ আবাসের বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়েছেন। উপভোক্তা বা ক্রেতা, কারও হদিশ পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। সরকারি টাকা এভাবে নয়ছয় রুখতেই আমাদের এই পদক্ষেপ। এদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত উপভোক্তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। তাঁদের খোঁজ চলছে। 
  • Link to this news (বর্তমান)