নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শুক্রবার শুরু হয়ছিল ‘বাংলা মোদের গর্ব’ অনুষ্ঠান। শেষ হল রবিবার। তিনদিনই মেলায় ছিল উপচে পড়া ভিড়। রোজ প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বারাসত শহরের গভর্নমেন্ট হাইস্কুল মাঠে অনুষ্ঠানে ২০টির বেশি হস্তশিল্প ও বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠীর স্টল বসে। আর ছিল বিভিন্ন দপ্তরের স্টল, বিশেষ প্রদর্শনী। ‘উন্নয়নের পথে মানুষের সাথে’– পশ্চিমবঙ্গ সরকারের এই ভাবনা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা হয়।
এছাড়া তিনদিন ধরে জেলা ও কলকাতার বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। এছাড়াও লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা বাংলার সাংস্কৃতিকে তুলে ধরেন। ছিলেন বাউল, আদিবাসী নৃত্য, রাইবেশে, সহ বিভিন্ন আঙ্গিকের লোকশিল্পীরা। এনিয়ে উত্তর ২৪ পরগনা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক পল্লব পাল বলেন, সব মিলিয়ে কয়েকশো শিল্পী নিজেদের প্রতিভা মঞ্চে তুলে ধরেছেন। সঙ্গে হস্তশিল্পী ও স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা আর্থিক দিকে উপকৃত হয়েছেন। রোজই মানুষের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। - নিজস্ব চিত্র