শতবর্ষে কলকাতা বিমানবন্দর, উদযাপনের প্রস্তুতি জোরকদমে
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১০০ বছরে পদার্পণ করল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর। এই উপলক্ষ্যে বিমানবন্দর কর্তৃপক্ষ উদযাপনের প্রস্তুতি নিতে শুরু করেছে। এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া থেকে জানানো হয়েছে, কলকাতা বিমানবন্দর ১০০ বছরে পদার্পণ করায় ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ গর্বিত। এটি একটি গৌরবময় অধ্যায়। বিমান পরিষেবার মধ্যে দিয়ে বিশ্বের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধন করেছে কলকাতা বিমানবন্দর।
১৯২৪ সালে কলকাতা বিমানবন্দর থেকে উড়ান পরিষেবা শুরু হয়েছিল। একটি গবেষণায় উঠে এসেছে, ১৯২৪ সালের ২ মে রয়্যাল এয়ারফোর্সের বিমান নিয়ে এক ফরাসি পাইলট কলকাতায় প্রথম অবতরণ করেন। এর তিনদিন বাদে আরও একটি বিমান আগ্রা থেকে কলকাতায় আসে। ১৬ মে এলাহাবাদ থেকে আসা বিমান অবতরণ করে কলকাতায়। স্বাভাবিকভাবেই কলকাতা বিমানবন্দরের এই উল্লেখযোগ্য অধ্যায়কে স্মরণীয় করে রাখতে উদযাপনের আয়োজনা করা হচ্ছে। এয়ারপোর্ট অথরিটির সঙ্গে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের একপ্রস্থ আলোচনা হয়েছে। ২০-২১ ডিসেম্বর অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে। যে অনুষ্ঠানে কেন্দ্রের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিশিষ্টদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পর্যায়ক্রমে এই অনুষ্ঠান হবে। কলকাতা বিমানবন্দরের ইতিহাস তুলে ধরে প্রদর্শনী, সেমিনার, সম্মেলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বাক্ষর অভিযান সহ একাধিক কর্মসূচির কথা ভাবা হয়েছে।