নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: দামোদর নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শ্যামপুর থানার পুলিস তিনজনকে গ্রেপ্তার করল। পাশাপাশি একটি জেসিবি মেশিন এবং একটি লরিও আটক করেছে পুলিস। রবিবার শ্যামপুর ২ ব্লকের আমরদহ গ্রাম পঞ্চায়েতের বড় ঘুঘুবেশিয়া গ্রামে দামোদর নদীর চর কাটা হচ্ছিল। গ্রামবাসীদের বিষয়টি নজরে আসতেই তাঁরা শ্যামপুর ২ ব্লক প্রশাসনকে জানান। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভূমি সংস্কার দপ্তরের অফিসার ঘটনাস্থলে যান। তিনিও দেখেন, চরের মাটি কাটা হচ্ছে। ব্লক প্রশাসন থেকে অভিযোগে জানানো হয় শ্যামপুর থানায়। তখন শ্যামপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে হাতেনাতে তিনজনকে ধরে ফেলে। পুলিসকর্তারা জানিয়েছেন, তিনজনকে গ্রেপ্তারের পাশাপাশি মাটি কাটার একটি জেসিবি মেশিন ও একটি লরি বাজেয়াপ্ত করা হয়েছে।