• বাংলাদেশে হিন্দুদের নির্যাতন: মোদি সরকারের পদক্ষেপের চেয়ে মিছিল
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে নিষ্ক্রিয় কেন? বাংলাদেশে হিন্দুদের উপর হামলা বন্ধ করতে দিল্লির সরকারকে যথাযথ পদক্ষেপ করতে হবে। রবিবার উত্তর কলকাতায় এক অরাজনৈতিক মিছিল থেকে এই দাবি উঠল। এদিন উত্তর কলকাতার নগেন্দ্র মঠ ও মিশন এবং বাংলা সিটিজেন্স ফোরামের উদ্যোগে শান্তির বার্তা দিয়ে পদযাত্রা করা হয়। ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন সব ধর্মের মানুষ। এই পদযাত্রার মধ্যে দিয়ে বার্তা দেওয়া হয়, কোনও ধর্মের মানুষের উপর যেন আক্রমণ বা হামলা না-হয়। একটি সমাজে সকলের থাকার অধিকার রয়েছে এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতেই বন্ধন আরও সুদৃঢ় হয়। একইসঙ্গে পায়রা উড়িয়ে আশা প্রকাশ করা হয় যে, ভারত-বাংলাদেশের মধ্যে সম্পর্ক মধুর থাকুক, কেটে যাক অস্থিরতা। তবে এক্ষেত্রে কেন্দ্রের সরকারকে আরও উদ্যোগী হওয়ার ব্যাপারে আবেদন করা হয়েছে। 


    মঠ ও মিশনের সঙ্গে যুক্ত কুণাল ঘোষ বলেন, কেন্দ্রের সরকারের কোনও সচিব বাংলাদেশে গিয়ে লোক দেখানো বৈঠক করলে হবে না। বাংলাদেশের দুর্গত এলাকায়ও তাঁরা যান। দুর্গতদের সঙ্গে তাঁরা কথা বলুন, বিস্তারিত খবর নিন। সেখানকার সংখ্যালঘু নাগরিকরা যেন সুরক্ষিত ও নিরাপদ থাকেন, সেই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করুক কেন্দ্র। লোক দেখানো নাটক বরদাস্থ নয়, কেন্দ্রের যথাযথ ভূমিকা পালন করা জরুরি। এই প্রেক্ষাপটেই আজ, সোমবার রাজভবনে যাবে নগেন্দ্র মঠ ও মিশনের একটি প্রতিনিধি দল। তারা একটি স্মারকলিপি তুলে দেবে রাজ্যপালের হাতে। এরপর রাজ্যপালের কাজ হবে ওই স্মারকলিপি কেন্দ্রের কাছে পাঠানো।


    অন্যদিকে, একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে সল্টলেক বাসস্ট্যান্ডের সামনে কর্মসূচি নেওয়া হয়েছিল। সেখানে বাংলাদেশের ঢাকাই জামদানি শাড়ি পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। হিন্দুদের কেন টার্গেট করা হচ্ছে বাংলাদেশে, সেই প্রশ্ন তোলেন প্রতিবাদীরা। বাংলাদেশি পণ্য বয়কট করার আহ্বান জানান তাঁরা।
  • Link to this news (বর্তমান)