মুর্শিদাবাদে ভয়াবহ বিস্ফোরণ, উড়ে গেল বাড়ির ছাদ, মৃত ৩
বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের সাগরপাড়ায় ভয়াবহ বিষ্ফোরণ। যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা বাড়ি। রবিবার রাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের। স্থানীয়দের একাংশের সন্দেহ, বোমা বাঁধার সময়ই ওই বিস্ফোরণ ঘটে। রবিবার রাত ১১টার পর সাগরপাড়ার খয়েরতলায় এই বিস্ফোরণের জেরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
জানা গিয়েছে, মৃতদের নাম সাকিরুল সরকার, মামন মোল্লা ও মুস্তাকিন সেখ। তাঁদের মধ্যে দু'জনের বাড়ি খয়েরতলা ও বাকি একজনের বাড়ি সাগরপাড়ার মাহাতাব কলোনি এলাকায়। স্থানীয় মানুষের দাবি, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাকা বাড়ির গোটা ছাদটাই প্রায় উড়ে গিয়েছে। পুলিস সূত্রে খবর, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। বাকি দু’জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পর তাঁদের মৃত্যু হয়।
স্থানীয়রা এই বিস্ফোরণের কারণ হিসেবে বোমা বাঁধাকে দায়ী করলেও তা মানতে নারাজ মৃতের পরিবারগুলি। তাঁদের দাবি, ওই বাড়ি লক্ষ্য করে ছোড়া বোমার আঘাতেই তিন জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে হাজির হয় পুলিস। কী ভাবে এই ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করা হয়েছে।