মুর্শিদাবাদে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ, ৩ জনের মৃত্যু
দৈনিক স্টেটসম্যান | ০৯ ডিসেম্বর ২০২৪
বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা। মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়েরতলায় মৃত্যু হল অন্ততপক্ষে ৩ জনের। বেশ কয়েকজনের খোঁজ মিলছে না। বিস্ফোরণের জোর এতটাই বেশি ছিল যে উড়ে গিয়েছে পাকা বাড়ির ছাদও। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। ঘটনাস্থলে প্রচুর পরিমাণে স্প্লিন্টার ছড়িয়ে ছিটিয়ে ছিল।
রাতে ঘটনাস্থলে যান ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক রসপ্রীত সিংহ। তিনি বলেন, তিন জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছিল। তাঁদের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করে দেখছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ হয়েছে। এদিকে নিহতদের পরিবারের এলাকায় কয়েকদিন ধরে গন্ডগোল চলছিল। তার জেরেই বাইরে থেকে বোমা মেরে খুন করা হয়েছে ৩ জনকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম মামুন মোল্লা, সাকিরুল ইসলাম ও মুস্তাকিন শেখ। মুস্তাকিনের বাড়ি মাহাতাব কলোনী এলাকায়। মামুন মোল্লা এবং সাবিরুল সরকার খয়েরতলা এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়দের একাংশের বক্তব্য, রবিবার রাতে সাগরপাড়ার খয়েরতলা গ্রামে মামন মোল্লার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। সেই সময় আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। গুরুতর জখম অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ নিয়ে যাওয়া বাকি দু’জনকে। তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মুর্শিদাবাদের জলঙ্গির এই এলাকা বাংলাদেশ সীমান্ত লাগোয়া। ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর গোটা রাজ্য জুড়েই সক্রিয় অভিযান চালাচ্ছে পুলিশ। মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে ওই বোমা বাঁধা হচ্ছিল পুলিশ তা খতিয়ে দেখছে। রবিবার গভীর রাতের ওই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। সম্প্রতি উত্তর ২৪ পরগনার বনগাঁয় স্কুলের সামনেই বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। রক্তাক্ত হয়েছিল ক্লাস ফাইভের দুই ছাত্র।