হু-হু করে নামবে পারদ, এবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডার সম্ভাবনা, কবে থেকে? রইল আবহাওয়ার বড় আপডেট
আজকাল | ০৯ ডিসেম্বর ২০২৪
আজকাল ওয়েবডেস্ক: হালকা শীতের আমেজ গায়েব হবে আর কিছুদিনে। চলতি সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ অনুভূত হবে জেলায় জেলায়। কনকনে শীতের স্পেল শুরু হবে বাংলা জুড়ে। উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় নিম্নমুখী হবে তাপমাত্রার পারদ। কবে থেকে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হবে? এবার দিনক্ষণ জানিয়ে দিল হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ও ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, ১১ ডিসেম্বর, বুধবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে। উত্তরবঙ্গেও আপাতত সর্বনিম্ন তাপমাত্রার পতন হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা খানিকটা বাড়লেও, বুধবার থেকে ভরপুর শীতের আমেজ পাওয়া যাবে।
আজ, সোমবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নিম্নচাপের জেরে আজ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় সোমবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সোমবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।