• আজ আদালতে হাজিরা দেওয়ার কথা, কিন্তু ‘কাকু’ এখনও অসুস্থ, হেফাজতে নিতে পারবে কি সিবিআই
    আনন্দবাজার | ০৯ ডিসেম্বর ২০২৪
  • সোমবার (আজ) আদালতে হাজিরা দেওয়ার কথা সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র। কিন্তু এখনও অসুস্থ তিনি। ভর্তি রয়েছেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে। ফলে সোমবারও তিনি আদালতে সশরীরে হাজিরা দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদি তিনি কোর্টে না যান, তবে এই নিয়ে পঞ্চম বার হাজিরা এড়াবেন ‘কাকু’।

    নিয়োগ মামলায় ধৃত ‘কাকু’কে ইডির মামলায় জামিন দিয়ে দিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ শুক্রবার তিনটি শর্তে ‘কাকু’র জামিন মঞ্জুর করেছে। অন্য দিকে, নিয়োগ মামলাতেই তাঁকে হেফাজতে নিতে চাইছে সিবিআই। নিম্ন আদালতে তারা এ বিষয়ে আবেদন জানালে বিচারক জানিয়েছেন, ‘কাকু’কে সশরীরে হাজির হতে হবে। না হলে সিবিআই তাঁকে হেফাজতে নিতে পারবে না। এর পরেই ‘কাকু’র ‘প্রোডাকশন ওয়ারেন্ট’-এর (সশরীরে হাজির করানোর নির্দেশের আবেদন) জন্য আবেদন জানায় কেন্দ্রীয় সংস্থা। তা মঞ্জুরও করা হয়। কিন্তু প্রতি বারই অসুস্থতার কারণে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। জেল কর্তৃপক্ষ তাঁর মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়েছেন।

    সিবিআইয়ের হাতে গ্রেফতার হতে পারেন আশঙ্কা করে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ‘কাকু’। পৃথক বেঞ্চে সেই মামলা বিচারাধীন। হাই কোর্টে সেই মামলার নিষ্পত্তি হওয়ার আগেই কী ভাবে সিবিআই নিম্ন আদালতে ‘কাকু’র হাজিরার জন্য আবার আবেদন জানাল, প্রশ্ন তুলেছিলেন ‘কাকু’র আইনজীবীরা। বিচারভবন থেকে তাঁদের জানানো হয়, এই সংক্রান্ত মামলার শুনানি সম্পর্কে হাই কোর্টের কোনও নির্দেশিকা জানে না নিম্ন আদালত। ‘কাকু’কে সিবিআইয়ের হেফাজতে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বিবেচনা করেই আদালত তাঁর হাজিরার নির্দেশ দিয়েছে। অন্য দিকে, ‘কাকু’র আইনজীবীদের অভিযোগ, ইডির মামলায় ‘কাকু’ জামিন পেয়ে গিয়েছেন বলে তাঁর জেলমুক্তি আটকাতেই সিবিআই নতুন করে হেফাজতে নিতে চাইছে। কেন্দ্রীয় সংস্থা অবশ্য জানিয়েছে, তারা ‘কাকু’র কণ্ঠস্বরের নমুনা গ্রহণ করতে চায়। তার জন্য ‘কাকু’কে হেফাজতে নেওয়া প্রয়োজন।

    শুক্রবার জামিন পেয়ে গেলেও ‘কাকু’র জেলমুক্তি নিয়ে জটিলতা তৈরি হয় নিম্ন আদালতে সিবিআইয়ের আবেদনের জেরে। নতুন করে তাঁর ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ চায় কেন্দ্রীয় সংস্থা। সেই আবেদন মঞ্জুর করেই আদালত সোমবার ‘কাকু’কে হাজির করানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু এই সম্পর্কে যাঁরা ওয়াকিবহাল, তাঁদের ধারণা সোমবারও ‘কাকু’ হাজিরা দেবেন না। ফলে এখনই তাঁকে হেফাজতে নিতে পারবে না সিবিআই।

  • Link to this news (আনন্দবাজার)