এসএফআইয়ের জেলা সম্পাদক আকাশ করের বক্তব্য, “সরকার মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। তাই আমাদের এই ধরনের শিবির বেশি করে আয়োজন করতে হচ্ছে। আগামী বছর আরও বড় করে দীর্ঘ দিন ধরে শিবির করার পরিকল্পনা রয়েছে।” সোদপুর ট্র্যাফিক মোড়ের নাম সরকারি ভাবে ‘তিলোত্তমা মোড়’ করা-সহ বিভিন্ন দাবিতে আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর সোদপুর থেকে বারাসত পর্যন্ত যে ‘জাস্টিস মার্চে’র ডাক দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলা এসএফআই, তারই প্রচার উপলক্ষে এ দিন এই প্রশিক্ষণ শিবির হয়েছে। আগের দিন নিমতায় আলোচনা-সভা ও কর্মশালাও হয়েছিল।