পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম বিজয়লাল মল্লিক। ২৫ বছরের বিজয় মোটরবাইকটি চালাচ্ছিলেন। পিছনে ছিলেন সুশান্ত হালদার এবং সানি বিন্দ নামে আরও দুই যুবক। এঁদেরও বয়স ২৪ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পুলিশ জেনেছে, মোটরবাইকটি যথেষ্ট দ্রুতগতিতে চলছিল। রাত ২টো নাগাদ হাইড রোডের জৈন কুঞ্জের কাছে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে। ঘটনাস্থলে ছিটকে পড়েন তিন জন। মাথায় গুরুতর চোট পান বিজয়। তিন জনকেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিজয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। সানিকে ছুটি দিয়ে দেওয়া হলেও সুশান্ত হাসপাতালের ট্রমা কেয়ারের রেড জ়োনে ভর্তি। পুলিশ ডাম্পারটির খোঁজ চালাচ্ছে। যদিও রবিবার রাত পর্যন্ত সেটির খোঁজ মেলেনি।