• ময়নাগুড়িতে ছিনতাই করে মারধরের অভিযোগ, চাঞ্চল্য
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে তাঁকে মারধর করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ময়নাগুড়িতে। গতকাল, রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায়। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।  


    পুলিস সূত্রে খবর, আহত ব্যক্তির নাম জয়ন্ত চট্টোপাধ্যায়। পেশায় তিনি এক বেসকরকারি গাড়ির চালক। রবিবার রাতে ওই গাড়ির মালিক গণেশ মণ্ডল তাঁকে ২০ হাজার টাকা দেন। অভিযোগ, গণেশের বাড়ি থেকে বের হওয়ার পরই তিন জন দুষ্কৃতী বাইকে করে এসে জয়ন্তর উপর চড়াও হয়। তাঁর কাছ থেকে সব টাকা ছিনতাই তো করেই, তাঁকে বেধড়ক মারধরও করা হয়। জয়ন্তর আর্তনাদে ছুটে আসেন আশপাশের স্থানীয় বাসিন্দারা। কিন্তু ততক্ষণে সেখান থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। আহত অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ সোমবার তিনি ময়নাগুরি থানায় অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতেই পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযানও শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)