• বিএনপি নেতার বাংলা, বিহার, ওড়িশা দখলের হুঁশিয়ারি নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
    বর্তমান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার বিধানসভায় বাংলাদেশ ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের তীব্র নিন্দা করেছেন তিনি। পাশাপাশি, বাংলাদেশের বিএনপি নেতার উস্কানিমূলক মন্তব্যেরও বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী।


    সম্প্রতি, বাংলাদেশ অশান্ত হওয়ার পর বিএনপি-র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভির একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে রিজভিকে বলতে শোনা গিয়েছে, “আপনারা যদি ভাবেন হাসিনা পরবর্তী বাংলাদেশ আপনারা কবজা করে নেবেন, এমন অশুভ ইচ্ছা যদি থাকে, তবে আমরাও বাংলা-বিহার-ওড়িশা দাবি করব।” এছাড়াও তিনি দাবি করেছিলেন, বাংলাদেশের সেনা ৪ দিনের মধ্যে কলকাতা দখল করতে পারে।


    রিজভির এই মন্তব্যের প্রেক্ষিতে আজ মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো কড়া জবাবই দিয়েছেন। তিনি বলেন, “যারা এসব বলছেন তাঁরা ভালো থাকুন, আপনাদের সেই ক্ষমতা নেই। ভাববেন না আমরা বসে ললিপপ খাবো।”


    একইসঙ্গে বিধানসভা থেকে রাজ্যে শান্তি রক্ষার বার্তাও দেন মুখ্যমন্ত্রী। রাজ্যসভার সদস্য তথা রাজ্যবাসীর উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দাঙ্গা কখনও হিন্দু করে না, দাঙ্গা কখনও মুসলিম করে না, দাঙ্গা শিখরাও করে না। আসলে দাঙ্গা করে কতিপয় সমাজ বিরোধী মানুষ। যারা আসলে সমাজের বোঝা।” পাশাপাশি, এই ইস্যুতে বাংলায় যাতে কোনও অশান্তি না হয়, সে সম্পর্কেও সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, বাংলাদেশ সংক্রান্ত পদক্ষেপ নিয়ে রাজ্য যে কেন্দ্রের পথেই চলবে তাও নিশ্চিত করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশ ইস্যুতে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নেবে তা নিক। এই নিয়ে আমি কোনও মন্তব্য করব না।”
  • Link to this news (বর্তমান)