• এখনই মহুয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নয়, জানিয়ে দিলেন মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৯ ডিসেম্বর ২০২৪
  • কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন দলেরই ৬ জন বিধায়ক। সেই ছয় জনের মধ্যে পাঁচজন বিধায়ক সোমবার এই ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। কৃষ্ণনগর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পদ থেকে মহুয়াকে সরানোর দাবি জানিয়েছেন তাঁরা। কিন্তু মমতা এদিন সাফ জানিয়ে দেন, এখনই মহুয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। জেলাওয়ারি বৈঠকে এই বিষয়ে আলোচনা হতে পারে।

    সোমবার, নাকাশিপাড়া, তেহট্ট, চাপড়া, পলাশিপাড়া, কৃষ্ণনগর দক্ষিণের বিধায়করা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে মহুয়ার বিরুদ্ধে নালিশ করেন। মূলত সাংগঠনিক জেলার সভাপতি হিসেবেই মহুয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সরব হন দলের ছয় বিধায়ক। মহুয়ার বিরুদ্ধে সাংগঠনিক কাজে অসহযোগিতার পাশাপাশি একাই সব সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ তুলেছেন উজ্জ্বল বিশ্বাস, কল্লোল খাঁ, রুকবানুর রহমান, বিমলেন্দু সিংহ রায়, মানিক ভট্টাচার্য, নাসিরুদ্দিন আমিররা।

    তাঁদের বক্তব্য, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাঁদের পক্ষে সংগঠনে কাজ করা সম্ভব নয়। জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক। এই সব বিষয় উল্লেখ করে কয়েকদিন আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে চিঠি লেখেন দলেরই ছয় বিধায়ক। এবার মমতার সঙ্গে দেখা করে এই একই আর্জি জানান তাঁরা।

    উল্লেখ্য, ছয় বিধায়কের অভিযোগ, সম্প্রতি ১৭৮ জন বুথ সভাপতি এবং ১৭ জন অঞ্চল সভাপতিকে বদল করেছেন মহুয়া। কিন্তু তা নিয়ে বিধায়কদের কিছুই জানাননি তিনি। চেয়ারম্যানদেরও কিছু জানাননি। এর ফলে সাংগঠনিক জেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দল। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন বিধায়করা।

    লোকসভা ভোটের আগে দলের কয়েকজন বিধায়কের বিরুদ্ধে দলের হয়ে কাজ না করার অভিযোগ তুলেছিলেন মহুয়া। এই নিয়ে প্রকাশ্যে মুখও খুলেছিলেন। এবার মহুয়ার বিরুদ্ধেই জেলায় দলের সমান্তরাল সংগঠন চালানোর অভিযোগ আনলেন তাঁর এলাকারই বিধায়করা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)