প্রসঙ্গত, ২০১৬ সালে বিধানসভা ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রবীর ঘোষালকে প্রার্থী করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটে জিতে বিধায়ক হন প্রবীণ সাংবাদিক প্রবীর ঘোষাল। কিন্তু পাঁচ বছর পর ২০২১ সালে বিধানসভা ভোটের মুখে ফুল বদলে পদ্ম শিবিরে যোগদান করেন তিনি। বিজেপির পক্ষ থেকেও তাঁকে উত্তরপাড়া বিধানসভা আসনে প্রার্থী করা হয়। কিন্তু সেবার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিকের কাছে হেরে যান তিনি।
এরপর গেরুয়া শিবিরেও প্রবীণ ঘোষালকে বেসুরো শোনা যায়। বিজেপিতে যোগদানের কিছুদিনের মধ্যেই দলের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়। তারপর থেকে রাজনীতিতে বলতে গেলে নিষ্ক্রিয়-ই হয়ে গিয়েছিলেন প্রবীর ঘোষাল। এবার আবার তৃণমূলে 'ঘর ওয়াপসি' করলেন তিনি। প্রবীর ঘোষাল যে আবার তৃণমূলে ফিরতে চলেছেন তার ইঙ্গিত মিলেছিল এবার লোকসভা ভোটে হুগলির শ্রীরামপুরে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গী হওয়ায়।
তখন থেকেই প্রবীর ঘোষালের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা, কানাঘুষোর শুরু। অবশেষে সোমবার বিধানসভায় 'নাটকের' যবনিকা পতন। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে দেখা করে ফের তৃণমূলের হয়ে কাজ করার ইচ্ছাপ্রকাশ করেন প্রবীর ঘোষাল। সূত্রের খবর, তাঁর ইচ্ছার মর্যাদা দিয়ে প্রবীর ঘোষালকে দলে ফিরিয়ে নেন তৃণমূল নেত্রী। তবে এই বিষয়ে তৃণমূলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। প্রতিক্রিয়া জানাননি প্রবীরবাবুও।