• মঙ্গলে দিঘা সফরে মমতা, খতিয়ে দেখবেন জগন্নাথ মন্দিরের কাজ
    প্রতিদিন | ০৯ ডিসেম্বর ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে দিঘা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনদিনের সফরে সৈকত শহরে যাচ্ছেন তিনি। আগামিকাল পৌঁছেই সম্ভবত মন্দিরের কাছে যাবেন। পরদিন অর্থাৎ বুধবার গোটা মন্দির ঘুরে দেখবেন। কাজ ঠিক কতদূর এগোল, তা সরেজমিনে খতিয়ে দেখার কথা তাঁর। এর পর বৃহস্পতিবার দুপুরে কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

    ২০১৯ সালে দিঘায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ওল্ড দিঘার জগন্নাথ ঘাটে পুরীর আদলে জগন্নাথদেবের মন্দির তৈরি হবে। এই কাজ হিডকোকে দিয়ে করানো হবে। সেই মতো শুরু হয় কাজ। পরবর্তীকালে বনদপ্তরের সঙ্গে জায়গা নিয়ে সমস্যা হওয়ায় সেখানে মন্দিরের কাজ বন্ধ হয়ে যায়। মন্দিরের জায়গা স্থানান্তরিত করা হয় নিউ দিঘা অঞ্চলের দিঘা লারিকা হলিডে ইনের পাশে। সেখানে ২২ একর জায়গা জুড়ে প্রায় ১৫০ কোটি টাকা ব‌্যয়ে এই মন্দির তৈরি করছে রাজ‌্য সরকার।

    গত বছর জানা গিয়েছিল, ২০২৪ সালের এপ্রিলে উদ্বোধন হতে পারে মন্দির। কিন্তু কাজ শেষ না হওয়ায় এখনও মন্দিরের উদ্বোধন হয়নি। গত সোমবার বিধানসভায় ঢুকে রামনগরের বিধায়ক অখিল গিরিকে দেখামাত্রই জগন্নাথ মন্দিরের কাজ নিয়ে প্রশ্ন করেন মমতা বন্দ্য়োপাধ্যায়। জবাবে বিধায়ক জানান, কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। জানা গিয়েছে, সেই সময়ই মুখ্যমন্ত্রী অখিল গিরিকে জানান, তিন নিজে অতি শীঘ্রই দিঘা যাবেন মন্দিরের কাজ দেখতে। তবে দিনক্ষণ জানাননি তিনি। পরে অবশ্য জানা যায়, ১৫ ডিসেম্বর জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখতে দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (প্রতিদিন)