• রাজ্যে পারদপতনের পূর্বাভাস, কতটা নামবে তাপমাত্রা? কুয়াশা নিয়ে জারি সতর্কতা
    আনন্দবাজার | ০৯ ডিসেম্বর ২০২৪
  • পশ্চিমবঙ্গে ঠান্ডার আমেজে বাদ সেধেছিল নিম্নচাপ। তবে রাজ্যে রাতের তাপমাত্রা আর বৃদ্ধির সম্ভাবনা নেই। বরং আগামী ২৪ ঘণ্টা তা একই থাকবে। তার পর পারদপতন হবে গোটা রাজ্যে। আপাতত উত্তর থেকে দক্ষিণ, কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ঘন কুয়াশার জন্য কয়েকটি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

    আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত রাজ্যের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার হেরফের হবে না। তবে তার পরের দু’দিন রাজ্যের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। সে কারণে ওই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে এই তিন জেলার কিছু অংশে দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত হতে পারে।

    উত্তরবঙ্গের কয়েকটি জেলাও মঙ্গলবার ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদহে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলির কিছু অংশে মঙ্গলবার সকালে দৃশ্যমানতা ৫০ মিটারে নামতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

  • Link to this news (আনন্দবাজার)